টি-টোয়েন্টি বিশ্বকাপ। —ফাইল চিত্র।
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। সেই সব দলকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। ২ জুন থেকে শুরু হতে চলা সেই প্রতিযোগিতায় গ্রুপ পর্বেই রয়েছে ৪০টি ম্যাচ। কোন ম্যাচ কবে? ভারত খেলবে কার কার বিরুদ্ধে?
ভারত রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপের বাকি চার দল পাকিস্তান, কানাডা, আমেরিকা এবং আয়ারল্যান্ড। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। এর পর পাকিস্তান (৯ জুন), আমেরিকা (১২ জুন) এবং কানাডার (১৫ জুন) বিরুদ্ধে খেলবে ভারত।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
চারটি গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে সুপার ৮ পর্বে। সেখানে দু’টি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। ওই পর্বে তিনটি করে ম্যাচ খেলবে সব দল। সেখান থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল। দু’টি গ্রুপের এক এবং দুই নম্বরে থাকা দল যাবে সেমিফাইনালে।
সুপার ৮ পর্বের দু’টি গ্রুপে শীর্ষে থাকা দলগুলি খেলবে অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। ২৭ জুন হবে সেমিফাইনাল দু’টি। প্রথম সেমিফাইনাল ভারতীয় সময়ে সকাল ৬টায়। দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে রাত ৮টায়। ভারত সেমিফাইনালে উঠলে দ্বিতীয় সেমিফাইনালেই খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ২৯ জুন।