রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচের পর ভারতীয় দলের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হচ্ছে। সব দিক বিবেচনা করে সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। রবিবার ভারত-আফগানিস্তান ম্যাচে এই পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাডেজা। পুরস্কার পাওয়ার থেকেও বেশি নজর কেড়েছে বাঁহাতি অলরাউন্ডারের উচ্ছ্বাস প্রকাশের ধরন।
ম্যাচ শেষ হওয়ার পর সাজঘরে আরশদীপ সিংহ, অক্ষর পটেল, ঋষভ পন্থদের ফিল্ডিংয়ের প্রশংসা করেন দিলীপ। তবে সেরা ফিল্ডার হিসাবে বেছে নেন জাডেজাকে। দিলীপের অনুরোধে বৃহস্পতিবার জাডেজার হাতে সেরা ফিল্ডারের পদক তুলে দেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সেরার পুরস্কার পেতেই উচ্ছ্বাস প্রকাশ করেন জাডেজা। আনন্দে কোচকে কোলে তুলে নেন তিনি। তাঁর ওই কাণ্ড দেখে সাজঘরে উপস্থিত কেউই হাসি চাপতে পারেননি। আফগানিস্তান ম্যাচের পর ভারতীয় সাজঘরের আনন্দের এই মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। বৃহস্পতিবারের ম্যাচে ৪৭ রানে জয় পেয়েছেন রোহিত শর্মারা। ব্যাট হাতে সাফল্য পেয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য। বল হাতে ভারতের জয়ে সাহায্য করেছেন যশপ্রীত বুমরা, আরশদীপ, কুলদীপ যাদবেরা। শনিবার ভারতের পরের প্রতিপক্ষ বাংলাদেশ।