উইকেট নিয়ে উচ্ছ্বাস রুবেন ট্রাম্পেলম্য়ানের। ছবি: এক্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে নামিবিয়া। সুপার ওভারে ওমানকে হারিয়েছে তারা। সেই ম্যাচে দাপট দেখালেন নামিবিয়ার পেসার রুবেন ট্রাম্পেলম্যান। ওমানের বিরুদ্ধে বল হাতে নজির গড়লেন তিনি।
ওমানের বিরুদ্ধে বল করতে নেমে প্রথম ওভারের প্রথম দুই বলে উইকেট নেন বাঁহাতি পেসার ট্রাম্পেলম্যান। প্রথম বলে কাশ্যপ প্রজাপতি ও দ্বিতীয় বলে ওমানের অধিনায়ক আকিব ইলিয়াসকে আউট করেন তিনি। হ্যাটট্রিক করতে না পারলেও দ্বিতীয় ওভারে ফেরান নাসিম খুশিকে। তাঁর দাপটে খেই হারিয়ে ফেলে ওমানের ব্যাটিং।
নতুন বলের পরে ডেথ ওভারেও নজর কাড়েন ট্রাম্পেলম্যান। ১৯তম ওভারে তিনি আউট করেন কালিমুল্লাকে। শেষ পর্যন্ত চার ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ওভার প্রতি ৫.২০ রান দেন নামিবিয়ার এই পেসার।
নিজের কেরিয়ারের সেরা বোলিং করেন ট্রাম্পেলম্যান। শুধু তাই নয়, নামিবিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কোনও বোলারের করা সেরা বোলিং। ট্রাম্পেলম্যানের দাপটে ১০৯ রানে অল আউট হয়ে যায় ওমান। যদিও সহজে ম্যাচ জিততে পারেনি নামিবিয়া। ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপার ওভারে। সেখানে ওমানকে হারায় নামিবিয়া।