বাংলাদেশের উইকেট পড়ার পরে ভারতের ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করল বাংলাদেশ। ৫০ রানে জিতল ভারত।
উইকেট পেতে পারতেন বুমরা। তাঁর বলে খোঁচা মারেন তানজিদ হাসান। সহজ ক্যাচ ছাড়েন পন্থ।
বাংলাদেশকে প্রথম ধাক্কা দিলেন হার্দিক। প্রথম ওভারেই লিটনকে আউট করলেন তিনি। একটি ছক্কা মারার পরে আবার বড় শট মারতে গিয়ে ১৩ রানে আউট হলেন তিনি।
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করল ভারত।
১০৮ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। পাল্টা আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন পন্থ। কিন্তু রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ২৪ বলে ৩৬ রান করে আউট হলেন তিনি। যে পরিস্থিতিই হোক না কেন পন্থ রিভার্স সুইপ মারবেনই। আগের ম্যাচেই এই শট মারতে গিয়েই আউট হয়েছিলেন তিনি। এই ম্যাচেও সেই ছবিই দেখা গেল।
ঋষভ পন্থ ১২ ও শিবম দুবে ২ রান করে খেলছেন। জুটি গড়ার চেষ্টা করছেন তাঁরা।
একই ওভারে আউট হলেন সূর্যকুমার। তানজিমের প্রথম বলে ছক্কা মারেন তিনি। পরের বল সূর্যের গ্লাভসে লেগে উইকেটরক্ষক লিটন দাসের কাছে যায়। ৭৭ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। কিছুটা চাপে তারা।
ভাল খেলছিলেন বিরাট। অনেক দিন পরে তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, বড় রান করবেন। কিন্তু তানজিম সাকিবের বল উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হলেন তিনি। ২৮ বলে ৩৭ রান করেছেন কোহলি।
বিরাট কোহলি ২৭ ও ঋষভ পন্থ ৩ রানে ব্যাট করছেন।
ভাল খেলছিলেন রোহিত। শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। শাকিব আল হাসানের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন ভারত অধিনায়ক। ১১ বলে ২৩ রান করেছেন তিনি।
প্রথম ওভারেই স্পিনারের হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল করছেন মাহেদি হাসান।
রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, যশপ্রীত বুমরা।
টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন রোহিত শর্মা। টস হারার পরেও প্রথমে ব্যাট করছে ভারত। তাই টস হেরেও খুশি ভারত অধিনায়ক। তিনি জানিয়েছেন, প্রথমে ব্যাট করে বড় রান করতে চান। তার পরে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তাঁরা।