T20 World Cup 2024 Final

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোন পথে ট্রফি জয় ভারতের?

গত বছর ঘরের মাঠে এক দিনের বিশ্বকাপ ফাইনাল জিততে পারেননি রোহিত শর্মারা। এ বার সুযোগ হাতছাড়া করতে চান না তাঁরা। অন্য দিকে, এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ১৯:৩৩
Share:

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২৩:৩৬ key status

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

শেষ মুহূর্তে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বিশ্বকাপ জিতল ভারত।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২৩:০৬ key status

আউট ক্লাসেন

ক্লাসেনকে (৫২) আউট করলেন হার্দিক। দক্ষিণ আফ্রিকা ১৫১/৫। জোরে বোলারদের আক্রমণে  ফেরাতে অনেক দেরি করে  ফেললেন রোহিত।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:৫৮ key status

১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৭/৪

ব্যাট করছেন ক্লাসেন (৪৯) এবং মিলার (১৪)। কুলদীপ, অক্ষর ৮ ওভারে দিলেন ৯৪ রান। ফাইনালে সাধারণ দেখাল ভারতীয় স্পিনারদের।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:৫৫ key status

আগ্রাসী ক্লাসেন

ক্লাসেনকে থামাতে পারছেন না ভারতীয় বোলারেরা। একের পর এক ছক্কা মারছেন তিনি।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:৪৯ key status

১৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১০৯/৪

ব্যাট করছেন ক্লাসেন (২৬) এবং মিলার (১)। ডিকককে (৩৯) আউট করে ভারতকে লড়াইয়ে ফেরালেন আরশদীপ।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:৪১ key status

দক্ষিণ আফ্রিকার ১০০

প্রতিপক্ষের রান তোলার গতি আটকাতে পারছেন না ভারতীয় বোলারেরা। প্রতি ওভারে অন্তত একটি করে ছয় মারছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। রোহিতদের দ্রুত উইকেট নেওয়া দরকার। আরও পরিকল্পিত বোলিং করতে হবে লড়াইয়ে থাকতে হলে।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:৩৪ key status

১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮১/৩

ব্যাট করছেন ডিকক (৩০) এবং ক্লাসেন (৮)। 

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:৩০ key status

আউট স্টাবস

স্টাবসকে (৩১) আউট করলেন অক্ষর। দক্ষিণ আফ্রিকা ৭০/১।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:২৫ key status

৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬২/২

ব্যাট করছেন ডিকক (২৮) এবং স্টাবস (২৪)। রান তোলার গতি বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। দ্রুত উইকেট নিতে হবে ভারতকে।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:১৭ key status

শেষ পাওয়ার প্লে

ব্যাট করছেন ডিকক (২০) এবং স্টাবস (১২)। দক্ষিণ আফ্রিকা ৬ ওভারে ৪২/২। 

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:১১ key status

৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ২২/২

ব্যাট করছেন ডিকক (১০) এবং স্টাবস (২)।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২২:০৩ key status

আবার আউট, এ বার মার্করাম

মার্করামকে (৪) আউট করলেন আরশদীপ। দক্ষিণ আফ্রিকা ২.৩ ওভারে ১২/২।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:৫৮ key status

আউট হেনড্রিকস

হেনড্রিকসকে (৪) আউট করলেন বুমরা। দক্ষিণ আফ্রিকা ১.৩ ওভারে ৭/১।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:৫৪ key status

১ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬/০

ব্যাট করছেন  হেনড্রিকস (৪) এবং ডিকক (১)।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:৩৯ key status

২০ ওভারে ভারত ১৭৬/৭

শেষ বলে আউট হলেন জাডেজা (২), ৫ রানে অপরাজিত থাকলেন হার্দিক।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:৩২ key status

১৯ ওভারে ভারত ১৬৭/৫

ব্যাট করছেন শিবম (২২) এবং হার্দিক (৪)।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:৩১ key status

আউট কোহলি

আগ্রাসী হতে গিয়ে জানসেনের বলে ক্যাচ আউট হলেন কোহলি (৭৬)। 

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:২৬ key status

১৮ ওভারে ভারত ১৫০/৪

ব্যাট করছেন কোহলি (৬৪) এবং শিবম (২২)। অর্ধশতরানের পর আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করছেন কোহলি। বিশেষজ্ঞদের মতে বার্বাডো‌জ়ের ২২ গজে ১৭০-১৭৫ রান লড়াই করার মতো।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:১৮ key status

কোহলির ৫০

এ বারের বিশ্বকাপে প্রথম অর্ধশতরান করলেন কোহলি। ৪৮ বলে পূর্ণ করলেন ৫০ রান। ভারত ১৩০/৪।

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:১৪ key status

১৬ ওভারে ভারত ১২৬/৪

ব্যাট করছেন কোহলি (৪৮) এবং শিবম (১৫)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement