যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
শেষ মুহূর্তে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বিশ্বকাপ জিতল ভারত।
ক্লাসেনকে (৫২) আউট করলেন হার্দিক। দক্ষিণ আফ্রিকা ১৫১/৫। জোরে বোলারদের আক্রমণে ফেরাতে অনেক দেরি করে ফেললেন রোহিত।
ব্যাট করছেন ক্লাসেন (৪৯) এবং মিলার (১৪)। কুলদীপ, অক্ষর ৮ ওভারে দিলেন ৯৪ রান। ফাইনালে সাধারণ দেখাল ভারতীয় স্পিনারদের।
ক্লাসেনকে থামাতে পারছেন না ভারতীয় বোলারেরা। একের পর এক ছক্কা মারছেন তিনি।
ব্যাট করছেন ক্লাসেন (২৬) এবং মিলার (১)। ডিকককে (৩৯) আউট করে ভারতকে লড়াইয়ে ফেরালেন আরশদীপ।
প্রতিপক্ষের রান তোলার গতি আটকাতে পারছেন না ভারতীয় বোলারেরা। প্রতি ওভারে অন্তত একটি করে ছয় মারছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। রোহিতদের দ্রুত উইকেট নেওয়া দরকার। আরও পরিকল্পিত বোলিং করতে হবে লড়াইয়ে থাকতে হলে।
ব্যাট করছেন ডিকক (২৮) এবং স্টাবস (২৪)। রান তোলার গতি বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। দ্রুত উইকেট নিতে হবে ভারতকে।
ব্যাট করছেন ডিকক (২০) এবং স্টাবস (১২)। দক্ষিণ আফ্রিকা ৬ ওভারে ৪২/২।
মার্করামকে (৪) আউট করলেন আরশদীপ। দক্ষিণ আফ্রিকা ২.৩ ওভারে ১২/২।
হেনড্রিকসকে (৪) আউট করলেন বুমরা। দক্ষিণ আফ্রিকা ১.৩ ওভারে ৭/১।
শেষ বলে আউট হলেন জাডেজা (২), ৫ রানে অপরাজিত থাকলেন হার্দিক।
ব্যাট করছেন কোহলি (৬৪) এবং শিবম (২২)। অর্ধশতরানের পর আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করছেন কোহলি। বিশেষজ্ঞদের মতে বার্বাডোজ়ের ২২ গজে ১৭০-১৭৫ রান লড়াই করার মতো।
এ বারের বিশ্বকাপে প্রথম অর্ধশতরান করলেন কোহলি। ৪৮ বলে পূর্ণ করলেন ৫০ রান। ভারত ১৩০/৪।