শেষ আপডেট:
২৮ জুন ২০২৪ ০১:৩৪
ভারত জিতল ৬৮ রানে
ইংল্যান্ডকে ১০৩ রানে শেষ করে দিল ভারত।
শেষ আপডেট:
২৮ জুন ২০২৪ ০১:০৫
আউট ব্রুক
২৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট ব্রুক।
শেষ আপডেট:
২৮ জুন ২০২৪ ০০:৪২
আউট বেয়ারস্টো
অক্ষরের বলে বোল্ড হলেন বেয়ারস্টো।
শেষ আপডেট:
২৮ জুন ২০২৪ ০০:৩৬
বুমরার বলে ফিরলেন সল্ট
আরও একটা বড় উইকেট ভারতের। বুমরার বলে বোল্ড হয়ে গেলেন সল্ট।
শেষ আপডেট:
২৮ জুন ২০২৪ ০০:৩১
আউট জস বাটলার
বড় উইকেট নিলেন অক্ষর পটেল। ভাল খেলছিলেন বাটলার। আরশদীপ সিংহের এক ওভারে ১৩ রান নেন তিনি। অক্ষরের প্রথম বলেই রিভার্স সুইপ মারতে যান বাটলার। বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। ক্যাচ ধরেন ঋষভ পন্থ। ২৩ রানে আউট হন বাটলার।
শেষ আপডেট:
২৮ জুন ২০২৪ ০০:০৬
ভারত ১৭১-৭
রোহিতের ৫৭, সূর্যের ৪৭ রানে লড়াকু স্কোর ভারতের।
শেষ আপডেট:
২৮ জুন ২০২৪ ০০:০২
অক্ষর আউট
জর্ডানের বলে আউট অক্ষর (১০)।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২৩:৫২
প্রথম বলেই আউট শিবম
জর্ডানের পরের বলেই খোঁচা দিয়ে ফিরলেন শিবম (০)।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২৩:৫১
আউট হার্দিক
জর্ডানকে পর পর দু’টি ছয় মারার পরে ফিরলেন হার্দিক (২৩)।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২৩:৪৫
ভারত ১৭ ওভারে ১৩২-৪
ক্রিজে হার্দিক (৯) এবং জাডেজা (৩)।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২৩:৩৯
আউট সূর্যকুমার
অতি আগ্রাসী হতে গিয়ে উইকেট খোয়ালেন সূর্যকুমার যাদব। জফ্রার স্লোয়ার বল তুলে মেরেছিলেন। ক্যাচ ধরেন ক্রিস জর্ডান। ৪৭ রানে ফিরলেন সূর্য।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২৩:৩১
আউট রোহিত
অর্ধশতরানের পরেই ফিরে গেলেন রোহিত। আদিল রশিদের গুগলিতে আড়াআড়ি মারতে গিয়ে ফিরলেন ৫৭ রানে।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২৩:০০
ম্যাচ শুরু ১১.১০ মিনিটে
মাঠ পরিদর্শন করে ম্যাচ শুরুর সময় জানালেন আম্পায়ারেরা।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২২:৩১
মাঠ পরিদর্শন ১০.৪৫ মিনিটে
বৃষ্টি আপাতত থেমেছে। কভারও সরানো হয়েছে। আম্পায়ারেরা মাঠ পরীক্ষা করার সময় জানিয়ে দিলেন।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২১:৫৬
বৃষ্টি নামল গায়ানায়
বন্ধ হয়ে গেল ম্যাচ।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২১:৫২
ভারত ৮ ওভারে ৬৫-২
ক্রিজে রোহিত (৩৭) এবং সূর্য (১৩)।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২১:৪১
আউট পন্থ
প্রথম ওভারেই উইকেট নিলেন স্যাম কারেন। তাঁর দ্বিতীয় বলেই চালাতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন পন্থ (৪)।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২১:২৮
আউট কোহলি
টপলির সোজা বলে আড়াআড়ি খেলতে গেলেন কোহলি। বল ভেঙে দিল লেগ স্টাম্প। তার আগেই ছয় মেরেছিলেন টপলিকে।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২১:২৩
ভারত ২ ওভারে ১১-০
ক্রিজে রোহিত (৯) এবং কোহলি (১)।
শেষ আপডেট:
২৭ জুন ২০২৪ ২১:১৬
শুরু হল ম্যাচ
টপলির বলে চার মারলেন রোহিত।