T20 World Cup 2024

কাঁধের চোট নয়, পাকিস্তান ম্যাচের আগে রোহিত উদ্বিগ্ন নিউ ইয়র্কের পিচ নিয়ে

নাসাউ কাউন্টির পিচ নিয়ে উদ্বিগ্ন রোহিত। তাঁর মতে বিশ্বকাপ শুরু হয়ে গেলেও পিচ প্রস্তুত নয়। পাকিস্তান ম্যাচের আগে সেটাই তাঁর সব থেকে বড় চিন্তা। বুঝতে পারছেন না পিচ কেমন আচরণ করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২৩:৫২
Share:

রোহিত শর্মা। ছবি: এক্স (টুইটার)।

অর্ধশতরান পূর্ণ হওয়ার পর কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা। অধিনায়ককে নিয়ে পাকিস্তান ম্যাচের আগে উদ্বেগ তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জিতে উঠে রোহিত জানিয়ে দিলেন আঘাত সামান্য। চিন্তার কিছু নেই। তবে তাঁর চিন্তা রয়ে গেল নিউ ইয়র্কের ২২ গজ নিয়ে। পিচ নিয়ে নিজের উদ্বেগ গোপন করলেন না রোহিত।

Advertisement

ম্যাচের পর রোহিত বললেন, ‘‘নতুন মাঠ। নতুন পরিবেশ। আমরা একটু দেখে নিতে চেয়েছিলাম। আমার মনে হয়, এখানকার পিচ এখনও ঠিক মতো হয়নি। যদিও বোলারেরা ভাল সাহায্য পাচ্ছে। তবে বোলিংয়ের প্রাথমিক বিষয়গুলোয় গুরুত্ব দিতে হবে। টেস্ট ম্যাচের মতো বল করতে হবে।’’

দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। এই পিচেই খেলতে হবে ৯ জুন। বাবর আজ়মদের দলে বেশ কয়েক জন ভাল জোরে বোলার রয়েছেন। রোহিত বললেন, ‘‘আমরা ওদের বিরুদ্ধে অনেক দিন পর টি-টোয়েন্টি ম্যাচ খেলব। কিছু বিষয় জেনে নিতে হবে। সেই মতো পরিকল্পনা করতে হবে। এই ম্যাচে সবাইকে নিজের সেরাটা দিতে হবে। দলগত ভাবে লড়াই করতে হয় এই ধরনের ম্যাচে।’’ তিনি আরও বলেছেন, ‘‘জানি না পরের ম্যাচে আমরা কেমন পিচ পাব। এটা মাথায় রাখতে হবে। কেমন আচরণ করবে পিচ। আমরা পরিবেশ বুঝে প্রস্তুতি নেব। প্রথম একাদশেও পরিবর্তন করতে পারি আমরা।’’

Advertisement

রোহিত মনে করেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫২ রানের ইনিংসের অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তানের বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘’২২ গজে সময় কাটানো ছিল প্রধান লক্ষ্য। কিছুটা সময় কাটাতে পেরেছি। বোঝার চেষ্টা করেছি এই পিচে কী ভাবে খেলতে হবে। কেমন শট নেওয়া যেতে পারে। আশা করি পরের ম্যাচেও এ ভাবে খেলতে পারব আমরা।’’

ভারতীয় দলে চার জন স্পিনার রয়েছেন। তাঁদের মধ্যে দু’জন বিশেষজ্ঞ স্পিনার। সেই কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চহালের কাউকেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে রাখেনি ভারত। রোহিত বলেছেন, ‘‘এখানকার পিচে বেশি স্পিনার নিয়ে খেলার সুযোগ পাব বলে মনে হয় না। চার জন স্পিনারকে একসঙ্গে খেলানোর সুযোগ নেই। কারণ এখানকার পরিবেশ জোরে বোলারদের সহায়ক। প্রতিযোগিতার পরের দিকে স্পিনারদের প্রয়োজন বেশি হবে।’’

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে পেরে খুশি রোহিত। আলাদা করে প্রশংসা করেছেন আরশদীপ সিংহের। তাঁর মতে আরশদীপের দ্বিতীয় ওভারই গোটা ম্যাচের ছন্দ তৈরি করে দিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement