বাবর আজ়ম। — ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে পাকিস্তান দলকে অন্য হোটেলে সরিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। হোটেল নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই নতুন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে বাবর আজ়মদের।
নিউ ইয়র্কের যে হোটেলে বাবরদের রাখা হয়েছিল, সেখানকার পরিষেবা নিয়ে সমস্যা ছিল না। তবু হোটেল নিয়ে আপত্তি জানিয়েছিল পিসিবি। হোটেলের অবস্থান পছন্দ হয়নি বাবরদের। হোটেল থেকে স্টেডিয়ামে যেতে দেড় ঘণ্টা সময় লাগছিল পাকিস্তান দলের। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় স্টেডিয়ামে আসা-যাওয়ার জন্য দিনে ৩ ঘণ্টা সময় নষ্ট হচ্ছিল। এই ব্যবস্থা পছন্দ হয়নি পাকিস্তানের। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সরকারি ভাবে আপত্তি জানানোর পর বাবরদের হোটেল পরিবর্তনের উদ্যোগ নেন আইসিসি কর্তারা।
নতুন হোটেলে এসে খুশি বাবরেরা। সেখান থেকে স্টেডিয়ামে যেতে এখন ৫ মিনিট সময় লাগছে। ভারতীয় দলকে প্রথম থেকেই যে হোটেলে রাখা হয়েছে, সেখান থেকে স্টেডিয়াম যেতে ১০ মিনিট লাগছে। অর্থাৎ ভারতের থেকেও স্টেডিয়ামের আরও কাছের হোটেলে চলে এল পাকিস্তান দল।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। বাবরদের প্রথম প্রতিপক্ষ আমেরিকা। এই মাঠেই আগামী ৯ জুন ভারত এবং ১১ জুন কানাডার বিরুদ্ধে খেলবেন তাঁরা।