T20 World Cup 2024

আমেরিকার পথে বিরাট, ছুটি কাটিয়ে মুম্বই থেকে বিমান ধরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক

রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দল আগেই রওনা দিয়েছিল। এ বার গেলেন বিরাট কোহলি। তিনি বোর্ডের থেকে বাড়তি কিছু দিনের ছুটি চেয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে আমেরিকার পথে বিরাট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৪ ২১:৫৯
Share:

বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে বিরাট কোহলি। ছবি: এক্স।

রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দল আগেই রওনা দিয়েছিল। এ বার গেলেন বিরাট কোহলি। তিনি বোর্ডের থেকে বাড়তি কিছু দিনের ছুটি চেয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে আমেরিকার পথে বিরাট।

Advertisement

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ফর্মে ছিলেন বিরাট। এ বারের আইপিএলে সব থেকে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকেই। কিন্তু এলিমিনেটর থেকে তাঁর দল বিদায় নেওয়ার পর বোর্ডের থেকে ছুটি নেন বিরাট। তাই ২৫ মে রোহিতেরা আমেরিকা গেলেও তিনি যাননি।

অবশেষে বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দরে দেখা গেল বিরাটকে। সেখানে সমর্থকদের সইয়ের আবদার মেটাতেও দেখা যায় তাঁকে। আমেরিকার উদ্দেশে রওনা হলেন বিরাট। শুক্রবার পৌঁছে যাওয়ার কথা তাঁর। তবে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন কি না তা এখনও জানা যায়নি।

Advertisement

রোহিতেরা আমেরিকা পৌঁছে দু’দিন বিশ্রাম নেন। তার পর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। হার্দিক পাণ্ড্য অন্য কোনও দেশে ছিলেন। তিনি সেখান থেকে আমেরিকা গিয়েছেন। দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন হার্দিক। রিজ়ার্ভ দলে থাকা রিঙ্কু সিংহও আইপিএল শেষ হওয়ার পর আমেরিকা গিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২ জুন থেকে। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বিরাটদের। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এ ছাড়াও আমেরিকা এবং কানাডা রয়েছে সেই গ্রুপে। আমেরিকার বিরুদ্ধে ১২ জুন খেলবে ভারত। ১৫ জুন খেলা কানাডার বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement