T20 World Cup 2024

ফ্লোরিডা থেকে ভারতের ম্যাচ সরানোর দাবি, বিশ্বকাপ নিয়ে হঠাৎই চিন্তায় আয়োজকেরা

নিউ ইয়র্কে বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলার পর কানাডার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে ভারত যাবে ফ্লোরিডায়। তবে সেখান থেকে ম্যাচ সরানোর দাবি তুলেছেন সমর্থকেরা। আইসিসি-ও এই ম্যাচ আয়োজন নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৪ ১৬:৩৯
Share:

ভারতীয় দল। ছবি: পিটিআই।

নিউ ইয়র্কে বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলার পর কানাডার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে ভারত যাবে ফ্লোরিডায়। তবে সেখান থেকে ম্যাচ সরানোর দাবি তুলেছেন সমর্থকেরা। আইসিসি-ও এই ম্যাচ আয়োজন নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে।

Advertisement

গত কয়েক দিনে ফ্লোরিডার যে ছবি প্রকাশ্যে এসেছে তা বেশ আশঙ্কাজনক। প্রবল বৃষ্টি হচ্ছে সেখানে। বিভিন্ন এলাকায় হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর মতো পরিস্থিতিই নেই। বিভিন্ন রাস্তায় দেখা গিয়েছে বন্যার জলের তোড়ে গাড়ি ভেসে যাচ্ছে।

আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সে ক্ষেত্রে শুক্রবার আমেরিকা ম্যাচ এবং শনিবার ভারত ম্যাচ ভেস্তে যাওয়ার প্রভূত সম্ভাবনা।

Advertisement

ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড স্টেডিয়ামে তিনটি ম্যাচ রয়েছে। তার মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ। শুক্রবার আয়ারল্যান্ড খেলবে আমেরিকার বিপক্ষে। সেই ম্যাচ ভেস্তে গেলে আমেরিকা পরের রাউন্ডে চলে যাবে। ছিটকে যাবে পাকিস্তান। এর পর ভারত-কানাডা এবং পাকিস্তান-আয়ারল্যান্ডও ওই মাঠে হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement