T20 World Cup 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ, নেপালকে হারালেন শান্তরা, সান্ত্বনার জয় শ্রীলঙ্কার

বাংলাদেশ জেতায় শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়মরক্ষায় পরিণত হয়। মাঠে নামার আগেই সুপার এইটে যাওয়ার আশা শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের। জিতলেও ব্যাটিং উদ্বেগে রাখবে বাংলাদেশকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ১০:১৭
Share:

নেপালকে হারানোর উচ্ছ্বাস তানজিম শাকিবের। ছবি: আইসিসি।

নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্তরা করেন ১০৬ রান। জবাবে নেপালের ইনিংস শেষ হয় ৮৫ রানে। অন্য দিকে নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসকে ৮৩ রানে হারাল শ্রীলঙ্কা।

Advertisement

গ্রুপ ‘ডি’র দ্বিতীয় দল হিসাবে শেষ আটে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত পাওডেল। কিংস্টন ওভালের ২২ গজে নেপালের বোলিং আক্রমণের বিরুদ্ধে সাফল্য পেলেন না বাংলাদেশের ব্যাটারেরা। এক জন ব্যাটারও বলার মতো রান করতে পারলেন না। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান শাকিব আল হাসানের ১৭। তাঁর ২২ বলের ইনিংসে রয়েছে ২টি চার। দু’অঙ্কের রান করেছেন মাহমুদুল্লা (১৩), রিশাদ হোসেন (১৩), তাসকিন আহমেদ (অপরাজিত ১২) এবং লিটন দাস (১০)। ১৯.৩ ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

৭৫ রানেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে রিশাদ এবং তাসকিনের ব্যাটে ১০০ রানের গণ্ডি টপকান শান্তরা। নেপালের বিরুদ্ধে এমন ব্যাটিং বিপর্যয় সুপার এইটের আগে উদ্বেগে রাখবে বাংলাদেশকে।

Advertisement

নেপালের সোমপাল কামি ১০ রানে ২ উইকেট নিয়েছেন। ১৭ রানে ২ উইকেট সন্দীপ লামিছানের। ২০ রানে ২ উইকেট নিয়েছেন অধিনায়ক রোহিত। ২২ রানে ২ উইকেট দীপেন্দ্র সিংহ আরির।

জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা কাটিয়ে একটা সময় পর্যন্ত ভাল জায়গায় ছিল নেপাল। শেষ চার ব্যাটার শূন্য রানে আউট হওয়ায় কাঙ্ক্ষিত সাফল্য পেল না তারা। নেপালের ইনিংসের শুরুটা অবশ্য ভাল হয়নি। ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। ওপেনার আসিফ শেখের ১৪ বলে ১৭ রান ছাড়া প্রথম পাঁচ ব্যাটারের কেউ দু’অঙ্কের রান করতে পারেননি। নেপালের ইনিংসের হাল ধরেন ছয় নম্বরে নামা কুশল মাল্লা এবং সাত নম্বরে নামা দীপেন্দ্র। কুশল করেন ৪০ বলে ২৭। ১টি করে চার এবং ছয় মারেন তিনি। দীপেন্দ্রের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ২৫ রানের ইনিংস। ২টি চার এবং ১টি ছক্কা মেরেছেন তিনি। এর পরের কোনও ব্যাটার আর রান করতে পারেননি। ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট হারায় নেপাল। পর পর দু’বলে দু’টি উইকেট নিয়েছেন শাকিব। পরের ম্যাচের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করবেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম তানজিম হাসান শাকিব ৭ রানে ৪ উইকেট নিয়েছেন। ৭ রানে ৩ উইকেট মুস্তাফিজুর রহিমের। ৯ রানে ২ উইকেট শাকিবের। ২৯ রানে ১ উইকেট তাসকিনের।

গ্রুপ ‘ডি’র নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ৮৩ রানে জিতলেন ওয়ানিন্দু হাসরঙ্গেরা। প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ২০১ রান। কুশল মেন্ডিস (২৯ বলে ৪৬), চরিথ আশালঙ্কা (২১ বলে ৪৬), ধনঞ্জয় ডিসিলভা (২৬ বলে ৩৪), অ্যাঞ্জেলো ম্যাথিউসেরা (১৫ বলে অপরাজিত ৩০) ভাল জায়গায় পৌঁছে দেন দলের ইনিংস। নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক ৪৫ রানে ২ উইকেট নিয়েছেন।

জবাবে ১৬.৪ ওভারে শেষ হয় নেদারল্যান্ডসদের ইনিংস। ওপেনার মিচেল লেভিট (২৩ বলে ৩১) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ড (২৪ বলে ৩১) ছাড়া কেউ উল্লেখযোগ্য রান পেলেন না। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন নুয়ান তুষারা। ১২ রানে ২ উইকেট মাথিশা পাতিরানার। ২৫ রানে ২ উইকেট হারসঙ্গের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement