(বাঁ দিকে) বাবর আজম এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।
বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। তবে নজর এখন থেকেই রয়েছে ভারতের বিরুদ্ধে ম্যাচে। ৯ জুনের সেই ম্যাচ নিয়ে কথা বললেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক জানালেন, যে ম্যাচের কথা শুনে ছোট থেকে বড় হয়েছে, তা খেলার সুযোগ পেয়ে গর্বিত।
বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে এ কথা বলেছেন বাবর। তাঁর কথায়, “গোটা দুনিয়া এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে।” টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সাত সাক্ষাতে ছ’বারই হেরেছে পাকিস্তান। তবে বাবর অতীত ইতিহাসের কথা মাথায় রাখতে চান না। তাঁর মতে, ম্যাচের দিন যারা আবেগ ধরে রাখতে পারবে তারাই জিতবে।
তবে বাবর উত্তেজিত আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচের অংশ হতে পেরে। তিনি বলেছেন, “এই ম্যাচ অন্য এক ধরনের চাপ। নিজেদের স্নায়ু নিয়ন্ত্রণে রাখার লড়াই। অভিজ্ঞতা থেকেই এটা সবচেয়ে ভাল শেখা যায়। ভারত-পাকিস্তান ম্যাচ যত বেশি আপনি খেলবেন, তত ভাল ব্যাপারটা আয়ত্ত করতে পারবেন। এই ম্যাচের কথা আমরা ছোটবেলায় শুনতাম। এখন খেলি। নিঃসন্দেহে বড় ম্যাচ। আমরা সবাই এ ধরনের ম্যাচ খেলা উপভোগ করি।”
বুধবার আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করেছে ভারত। আমেরিকাকে যদি পাকিস্তান হারায়, তারাও আত্মবিশ্বাসী হয়ে ভারতের বিরুদ্ধে নামতে পারবে। ভারত-পাকিস্তান ম্যাচে পেসারদের লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।