ম্যাচ হেরে হতাশ হয়ে ফিরছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (ডান দিকে)। ছবি: পিটিআই।
এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে চাপ বেড়েছে অস্ট্রেলিয়ার। তাদের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের উপর।
তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়া তিন ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। তাদের নেট রানরেট -০.৩৩১। আফগানিস্তানের পয়েন্ট দুই ম্যাচে ২। তাদের নেট রানরেট -০.৬৫০। বাংলাদেশের পয়েন্ট দুই ম্যাচ খেলে ০। তাদের নেট রানরেট -২.৪৮৯।
গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি। এখনও অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান, তিন দলেরই সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের সুযোগ সবচেয়ে কম। তাদের শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, বিশাল ব্যবধানে হারাতে হবে। তবেই যদি ২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার নেট রানরেট তারা টপকাতে পারে।
সুযোগ সবচেয়ে বেশি আফগানিস্তানের। বাংলাদেশকে হারালেই ৪ পয়েন্ট নিয়ে ভারতের পরে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ চারে যাবে তারা। কিন্তু যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দেয় তা হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট সমান হলেও অস্ট্রেলিয়ার নেট রানরেট আফগানিস্তানের থেকে বেশি হবে। সে ক্ষেত্রে সেমিফাইনালে যাবে তারা।
যদি কোনও কারণে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে ১ পয়েন্ট করে পাবে দুই দল। অর্থাৎ, আফগানিস্তানের পয়েন্ট হবে ৩। সে ক্ষেত্রেও সেমিফাইনালে উঠবে তারা। তাই অস্ট্রেলিয়ার নজর থাকবে মঙ্গলবার সকালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই।