T20 World Cup 2024

হাসির পাত্র অস্ট্রেলিয়া, আফগান ক্রিকেটারের খোঁচা, ছাড়ল না খাদ্য সরবরাহকারী সংস্থাও

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। তার পরে হাসির পাত্র হয়েছে তারা। আফগানিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে খাদ্য সরবরাহ করা সংস্থা, ছাড়ছে না কেউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ২২:০৮
Share:

ভারতের কাছে হেরে হতাশ হয়ে মাঠ ছাড়ছেন প্যাট কামিন্স (ডান দিকে)। ছবি: এক্স।

বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগেই বাদ পড়েছে তারা। বিদায় নেওয়ার পর থেকে হাসির পাত্র হয়ে উঠেছে তারা। আফগানিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে খাদ্য সরবরাহ করা সংস্থা, ছাড়ছে না কেউ।

Advertisement

বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্সকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন চারটি দল সেমিফাইনালে যাবে। জবাবে কামিন্স বলেছিলেন, “একটা দল অস্ট্রেলিয়া। বাকি তিনটে দল আপনি ঠিক করে নিন। যে দলই উঠুক না কেন, আমাদের কিছু যায়-আসে না।”

অস্ট্রেলিয়া বিদায় নেওয়ার পরে আফগানিস্তানের ক্রিকেটার নাজিবুল্লা জ়াদরান কামিন্সের সেই বক্তব্য পোস্ট করেন। তার পরে বিমানের তিনটি ও মুখে আঙুল দেওয়া ইমোজি দেন। অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন যে, কামিন্সেরাই দেশে ফেরার বিমান ধরেছেন। আর বেশি কিছু বলতে চাননি তিনি।

Advertisement

খাদ্য সরবরাহ করা সংস্থা জ়োম্যাটোও মশকরা করেছে অস্ট্রেলিয়াকে নিয়ে। তাদের অ্যাপ থেকে ব্যবহারকারীদের একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে। সেখানে লেখা, “অস্ট্রেলিয়ায় ‘বদলা’ পাঠানো হচ্ছে।” গত বছর ভারতে এক দিনের বিশ্বকাপে ভারত ও আফগানিস্তান দু’দলকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই দু’দলের কাছে হেরেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। সেই কারণেই এ ভাবে মজা করেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement