T20 World Cup 2024

বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে একতরফা জয় আফগানিস্তানের, ১২৫ রানে জিতলেন রশিদ খানেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে বড় জয় পেল আফগানিস্তান। গায়ানার মাঠে ১২৫ রানে জিতলেন রশিদ খানেরা। ব্যাটে-বলে দাপট দেখাল আফগানিস্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ১০:০১
Share:

আফগানিস্তানের দুই ব্যাটার ইব্রাহিম জ়াদরান (বাঁ দিকে) ও রহমানুল্লা গুরবাজ়। ছবি: পিটিআই।

লড়াইটা যে অসম হবে তা আগেই বোঝা গিয়েছিল। কিন্তু এতটা একতরফা ভাবে তাঁরা জিতবেন তা হয়তো নিজেরাও বুঝতে পারেননি আফগান ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে বড় জয় পেল আফগানিস্তান। গায়ানার মাঠে ১২৫ রানে জিতলেন রশিদ খানেরা। ব্যাটে-বলে দাপট দেখাল আফগানিস্তান।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ় ও ইব্রাহিম জ়াদরান। দ্রুত রান তুলতে শুরু করেন তাঁরা। উগান্ডার বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলেন দুই ব্যাটার। পাওয়ার প্লে কাজে লাগান তাঁরা।

দুই ব্যাটারই অর্ধশতরান করেন। একটা সময় দেখে মনে হচ্ছিল দু’জনেই শতরান করবেন। ঠিক তখনই ছন্দপতন। প্রথমে ৭০ রানের মাথায় ইব্রাহিম ও তার পরে ৭৬ রানের মাথায় গুরবাজ় আউট হন। দুই ওপেনার আউট হওয়ার পরে সম্পূর্ণ আলাদা ছবি দেখা যায়। পরের দিকে নামা ব্যাটারের কেউ রান পাননি। ১৪.৩ ওভারে বিনা উইকেটে ১৫৪ রান থেকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানে শেষ হয়ে আফগানিস্তানের ইনিংস। অর্থাৎ, শেষ ৩৩ বলে ২৭ রান করে তারা।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই মুখ থুবড়ে পড়ে উগান্ডা। প্রথম ওভারেই জোড়া উইকেট নেন ফজলহক ফারুকি। রোনক পটেল ও রজার মুকাসাকে আউট করেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যেই ৫ উইকেট হারায় উগান্ডা। তাদের হয়ে সবচেয়ে বেশি রান করেন রবিনসন ওবুয়া (১৪)। উগান্ডার মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের রান করেন।

শেষ পর্যন্ত ১৬ ওভারে ৫৮ রানে অল আউট হয়ে যায় উগান্ডা। চার ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট নেন ফারুকি। নবীন উল হক ও রশিদ খান ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মুজিব উর রহমান। ১২৫ রানে ম্যাচ জেতে আফগানিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement