কেন দলে অশ্বিন। —ফাইল চিত্র
কয়েক মাস আগেও ভারতীয় দল পরিচালন সমিতির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের ক্ষেত্রে আইপিএল-এর কোনও ভূমিকা থাকবে না। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার পর মুখ্য নির্বাচক চেতন শর্মা জানিয়ে দিলেন আইপিএল-এ ক্রিকেটারদের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যাঁর নির্বাচন ঘিরে সবথেকে বেশি আলোচনা হচ্ছে, সেই রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া হয়েছে আইপিএল-এ তাঁর পারফরম্যান্স দেখেই।
চেতন বলেন, ‘‘অশ্বিন আইপিএল-এ নিয়মিত খেলছে। ভাল খেলেওছে। সেই কারণেই ওকে দলে নেওয়া হয়েছে।’’ সুনীল গাওস্কর বলেছিলেন, অশ্বিনকে হয়ত বিশ্বকাপে প্রথম দলে নাও দেখা যেতে পারে। চেতনের কথায় কিন্তু ইঙ্গিত, অশ্বিনকে খেলানো হবে। তিনি বলেন, ‘‘বিশ্বকাপে একজন অফস্পিনার দরকার। আমিরশাহির উইকেট মন্থর হবে। আগে আইপিএল-এর ম্যাচ হবে ওখানে। উইকেট থেকে স্পিনাররা সাহায্য পাবে। তাই অফস্পিনার থাকাটা দরকার। অশ্বিন দলের সম্পদ। তা ছাড়া ওয়াশিংটন সুন্দরের চোট।’’
দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএল কতটা ভূমিকা নিয়েছে জানতে চাইলে চেতন বলেন, ‘‘আইপিএল বড় প্রতিযোগিতা। বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলে। সবার পারফরম্যান্স জানা যায়।’’