Pakistan Cricket

T20 World Cup: হুঙ্কার পাকিস্তানের, বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৭ উইকেটে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। গত বারের চ্যাম্পিয়নদের পাকিস্তান হারায় ৭ উইকেটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ২২:০৯
Share:

দারুণ ছন্দে পাকিস্তান টুইটার

মাঠে নেমে হুঙ্কার দিয়ে রাখল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তারা উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। গত বারের চ্যাম্পিয়নদের পাকিস্তান হারায় ৭ উইকেটে।

Advertisement

জেতার জন্য পাকিস্তানের সামনে ১৩১ রানের লক্ষ্য ছিল। তারা ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জিতে যায়। ব্যাটে, বলে পাকিস্তানের দাপট ছিল।

টস জিতে ব্যাটিং নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। কিন্তু কোনও সময়ই তাদের ব্যাটাররা ছন্দ পাননি। শিমরন হেটমায়ার সর্বোচ্চ ২৮ রান করেন। ক্রিস গেল তিন নম্বরে নামেন। তিনিও রান তোলার গতি বাড়াতে পারেননি। ৩০ বল খেলে ২০ রান করেন তিনি। শেষ দিকে পোলার্ড ১০ বলে ২৩ রান করায় ক্যারিবিয়ানরা ৭ উইকেটে ১৩০ রানে পৌঁছয়।

Advertisement

পাকিস্তানের হয়ে সব থেকে ভাল বল করেন হাসান আলি। তিনি চার ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। এ ছাড়া শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফও ২টি করে উইকেট নেন। ইমাদ ওয়াসিম ১ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে পাকিস্তান ঝড়ের গতিতে শুরু করে। অধিনায়ক বাবর আজম ৪১ বলে ৫০ রান করেন। তাঁর ইনিংসে ৬টি চার, ১টি ছয়। ফখর জামান ২৪ বলে অপরাজিত ৪৬ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে হেডেন ওয়ালশ ২টি এবং রবি রামপাল ১টি উইকেট নেন।

পাকিস্তানের পরের প্রস্তুতি ম্যাচ বুধবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ওই দিনই ওয়েস্ট ইন্ডিজ খেলবে আফগানিস্তানের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement