T20 World Cup 2021

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কবে, কখন নামছেন কোহলীরা

আইপিএল-এর দ্বিতীয় পর্বে প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১৭:২৯
Share:

কবে নামবেন কোহলীরা। ফাইল ছবি

আইপিএল-এর দ্বিতীয় পর্ব প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৭ থেকে ২২ অক্টোবর বিভিন্ন দেশ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে। তবে প্রথম আটে যারা রয়েছে তারা সরাসরি বিশ্বকাপের আসরে নামবে। সেই তালিকায় রয়েছে ভারতও।

Advertisement

আইপিএল শেষ হলেও বিশ্বকাপ শুরু হওয়া পর্যন্ত বসে থাকবেন না বিরাট কোহলীরা। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে কোহলীর দল। ক্রিকেটপ্রেমীদের পক্ষে আশার খবর, সেই ম্যাচ দু’টি টিভিতে সরাসরি দেখাও যাবে। সেই সূচি বৃহস্পতিবার ঘোষণা হল।

আগামী ১৮ অক্টোবর, অর্থাৎ সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দুবাইয়ের মাঠে সন্ধে সাড়ে সাতটা থেকে সেই ম্যাচ শুরু হবে। দু’দিন পর দুবাইয়ের মাঠেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কোহলীর দল। এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটে থেকে। বিশ্বকাপে খেলতে নামার আগে দুই শক্তিধর দেশের বিরুদ্ধে নিজেদের শক্তি যাচাই করে নিতে নামবে ভারত। বেশ কিছু ক্রিকেটারকে দেখে নেওয়া হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement