imran khan

Pakistan: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমদের কী বলে উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী ইমরান খান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে বদলা নেওয়ার কথাও বলেছিলেন রামিজ। এ বার একই সুর সেই দেশের প্রধানমন্ত্রীর গলাতেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩২
Share:

বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান। —ফাইল চিত্র

রামিজ রাজা বলেছিলেন সমস্ত রাগ টি২০ বিশ্বকাপের মঞ্চে বার করতে। বাবর আজমদের এ বার খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। সেই ক্ষোভ বেরিয়ে আসছে প্রধানমন্ত্রীর কথাতেও।

ইমরান খান বলেন, “পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে বাবরদের। খুব তাড়াতাড়ি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে।” বাবরের উদ্দেশে ইমরান বলেন, “দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ো।”

Advertisement

ভারতের বিরদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের এ বারের টি২০ বিশ্বকাপ যাত্রা। তার আগে ১৯৯২ সালে দেশকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়কের তরফ থেকে আসা এই বার্তা অনুপ্রেরণা দেবে বাবরদের।

প্রথম ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গোটা সিরিজ বাতিল করে দিয়েছিল নিউজিল্যান্ড। সুরক্ষার অভাবে তারা এমন করেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর পর ইংল্যান্ডও জানিয়ে দেয় ছেলে বা মেয়েদের দল পাকিস্তানে খেলতে যাবে না।

Advertisement

দু’টি দেশ শেষ মুহূর্তে সিরিজ বাতিল করায় ক্ষোভে ফেটে পড়েন পাক বোর্ডের প্রধান রামিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে বদলা নেওয়ার কথাও বলেছিলেন তিনি। এ বার একই সুর সেই দেশের প্রধানমন্ত্রীর গলাতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement