মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনিকে ভারতীয় দলের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে বিসিসিআই। রবি শাস্ত্রীর মতো কোচ থাকা সত্ত্বেও কেন ভারতীয় দলে পরামর্শদাতার দরকার পড়ল তা বুঝতে পারছেন না অজয় জাডেজা। প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, যাঁর মাথা থেকে এমন ভাবনা বেরল তাঁকে খুঁজছেন তিনি।
এক চ্যানেলে জাডেজা বলেছেন, “আমি বুঝতেই পারছি না কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল। দু’দিন ধরে ভাবছি। এমএস ধোনিকে নিয়ে আমার প্রশ্ন নেই। ও কত ভাল ম্যাচ বুঝতে পারে বা কী ভাবে দলের কাজে লাগতে পারে সে প্রশ্নে যাচ্ছি না। তবে চতুর্থ টেস্টে যে ভাবে অজিঙ্ক রহাণের আগে রবীন্দ্র জাডেজাকে পাঠানো হয়েছিল, এটা ঠিক সেরকম সিদ্ধান্ত। যার মাথা থেকে বেরিয়েছে সেই ভাল জানে।”
তিনি আরও বলেছেন, “আমার থেকে বড় কোনও ধোনি-সমর্থক নেই। আমার মতে, ধোনিই ভারতের প্রথম অধিনায়ক যে তার উত্তরসূরিকে বেছে দিয়ে তারপরেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে। তার আগে বারবার অধিনায়ক বদল হওয়ার ঘটনা ঘটত।”
জাডেজার মতে, দলে বিরাট কোহলী এবং রবি শাস্ত্রীর মতো নাম থাকায় কোনও পরামর্শদাতার দরকার ছিলই না। বলেছেন, “ভারতের এমন একজন অধিনায়ক রয়েছে যে দলটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এমন একজন কোচ রয়েছে যে দলকে বিশ্বের সেরা হতে সাহায্য করেছে। সেখানে কী এমন দরকার পড়ল যে পরামর্শদাতা হিসেবে আর একজনকে নিয়ে আসতে হল?”