শাকিব আল-হাসান। ফাইল ছবি
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে দুরমুশ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে তারা। এমনই মত শাকিব আল-হাসানের। সে দেশের এই অলরাউন্ডার মনে করেন, আইপিএল থেকে অনেকটাই সাহায্য পেতে পারেন তাঁর সতীর্থরা।
এক ওয়েবসাইটে শাকিব বলেছেন, “আশা করি আইপিএল থেকে প্রত্যেকে সাহায্য পাবে। ওই ধরনের পরিবেশে অনুশীলনের পাশাপাশি ম্যাচও খেলতে পারবে। মুস্তাফিজ (রহমান) এবং আমি বাকিদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব। বাকি ক্রিকেটারদের মানসিকতা কীরকম, বিশ্বকাপের ব্যাপারে তারা কী ভাবছে, সেটা জানতে পারব এবং আমার দলকে জানিয়ে দেব।”
টি-টোয়েন্টিতে প্রথম আট দলের মধ্যে নেই বাংলাদেশ। তাদের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে। এ নিয়ে শাকিব বলেছেন, “বিশ্বকাপের অন্তত ১৫-১৬ দিন আগে আমাদের দল ওমানে পৌঁছে যাবে। পরিবেশ এবং পিচের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যা যথেষ্ট সময়। যদিও আমি মনে করি ওখানে পিচ বা পরিস্থিতি খুব একটা প্রভাব ফেলবে না। কারণ দলের মধ্যে জেতার একটা মানসিকতা তৈরি করে ফেলেছি আমরা, যা বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে।”