IPL 2021

IPL 2021: অভিনেতা শাহরুখকে টেক্কা ক্রিকেটার শাহরুখের, কলকাতাকে হারিয়ে খুশি পঞ্জাবের ক্রিকেটার

তাঁর সঙ্গে নামের মিল রয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতার। ঘটনাচক্রে তাঁর মালিকানাধীন দলের বিরুদ্ধেই শুক্রবার খেলতে নেমেছিল পঞ্জাব কিংস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ১৮:১১
Share:

এক শাহরুখকে টেক্কা আর এক শাহরুখের।

তাঁর সঙ্গে নামের মিল রয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতার। ঘটনাচক্রে তাঁর মালিকানাধীন দলের বিরুদ্ধেই শুক্রবার খেলতে নেমেছিল পঞ্জাব কিংস। সেখানেই অভিনেতা শাহরুখ খানের দলকে হারিয়ে প্রচারের আলো কেড়ে নিলেন ক্রিকেটার শাহরুখ খান। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত পঞ্জাবের মালিক তথা বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও।

Advertisement

আমিরশাহি-পর্বে প্রথম বার খেলতে নেমেছিলেন শাহরুখ। ভাল জায়গায় থেকেও শেষের দিকে বিপদে পড়ে গিয়েছিল পঞ্জাব কিংস। কিন্তু শাহরুখের ৯ বলে ২২ রানের সৌজন্যে কেকেআর-কে পাঁচ উইকেটে হারিয়ে দিল তারা।

কী পরিকল্পনা নিয়ে শুক্রবারের ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি। ম্যাচের পর শাহরুখ বলেছেন, “জানতাম উল্টোদিকে ক্রিজে সেট হয়ে যাওয়া একজন ব্যাটসম্যান রয়েছে। তাই শুরু থেকেই চালিয়ে খেলতে চেয়েছিলাম। ম্যাচ জেতানোর ছক্কা মারার সময় বুঝতেই পেরেছিলাম বলটা খুব জোরে মেরেছি।”

Advertisement

শাহরুখের সংযোজন, “সুযোগ কাজে লাগাতে পেরে ভাল লাগছে। এই ধরনের পরিস্থিতিতে মাঠে নামলেই আগে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে রান করার চেষ্টা করি। আগামী তিনটে ম্যাচেই আমাদের জিততে হবে। কেকেআর-কে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। এই ছন্দটা ধরে রাখতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement