bangladesh cricket team

Bangladesh: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ, খেলতে হবে যোগ্যতা অর্জন পর্ব

বাংলাদেশের ১৫ জনের দলে নেই রুবেল হোসেন। অভিজ্ঞ পেসারকে রাখা হয়েছে রিজার্ভ দলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:০৭
Share:

দল ঘোষণা করল বাংলাদেশ। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ। দু’জনকে রাখল রিজার্ভ ক্রিকেটার হিসেবে। বিশ্বকাপে অধিনায়ক থাকছেন মাহমুদুল্লাহ। শাকিব আল হাসানদের প্রথমে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। সেখান থেকে জিতে ১২ দলের মূল পর্বে আসতে হবে তাঁদের।

বাংলাদেশের ১৫ জনের দলে নেই রুবেল হোসেন। অভিজ্ঞ পেসারকে রাখা হয়েছে রিজার্ভ দলে। মাহমুদুল্লাহর নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড দলে যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁরা খেলবেন না তাঁদের পাঠানো হয়েছিল। অস্ট্রেলিয়া দলেও প্রথম দলের একাধিক ক্রিকেটার ছিলেন না।

Advertisement

তবে অন্যতম সেরা দুই ক্রিকেট দলের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস দেবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বাংলদেশের। এর পর ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলবে তারা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

যোগ্যতা অর্জন পর্ব থেকে চারটি দল সুপার ১২-এ খেলার সুযোগ পাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement