India VS Pakistan

T20 World Cup 2021: কোহলীরা ভয় পায় বাবরদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, মত রজ্জাকের

শুধু কোহলী, রোহিতদের আক্রমণ করেই থামেনই রজ্জাক। তাঁর মতে সব সময়ই ভারতের থেকে বেশি প্রতিভা রয়েছে পাকিস্তানের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৭:১৮
Share:

কেন দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ? কারণ বার করলেন আব্দুল রজ্জাক। —ফাইল চিত্র

ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহু বছর। আইসিসি-র প্রতিযোগিতা ছাড়া একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায় না বিরাট কোহলী, বাবর আজমদের। কেন দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ? কারণ বার করলেন আব্দুল রজ্জাক।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে পাকিস্তানকে ভয় পায় ভারত। রজ্জাক বলেন, “আমার মনে হয় না ভারত পাকিস্তানের কোনও তুলনা হয়। পাকিস্তানে যা প্রতিভা রয়েছে তা সবার থেকে আলাদা। দুই দেশের সিরিজ না হওয়া মোটেই ঠিক হচ্ছে না। সিরিজ হলে দারুণ ব্যাপার হত। ক্রিকেটারদের কাছে সুযোগ থাকে কতটা চাপ নিতে পারবে সেটা বোঝার। সে সুযোগটাই এখন আর নেই। দ্বিপাক্ষিক সিরিজ খেলা হলে সকলে বুঝতে পারত পাকিস্তানে যে পরিমাণ প্রতিভা রয়েছে, তা ভারতের কাছে নেই।”

Advertisement

শুধু কোহলী, রোহিতদের আক্রমণ করেই থামেননি রজ্জাক। তাঁর মতে সব সময়ই ভারতের থেকে বেশি প্রতিভা রয়েছে পাকিস্তানের কাছে। তিনি বলেন, “ভারত যথেষ্ট ভাল দল, আমি সেই নিয়ে কিছু বলছি না। ওদের দলে বেশ কিছু ভাল ক্রিকেটার রয়েছে। তবে প্রতিভার দিক থেকে যদি দেখা হয়, তা হলে আমাদের ইমরান খান ছিল, ওদের কপিল দেব। এদের দু’জনের মধ্যে তুলনা করলে ইমরান অনেক বেশি দক্ষ। আমাদের ওয়াসিম আক্রম ছিল, কিন্তু ওদের দলে সেই দক্ষতার কেউ নেই।”

এখানেই থামেননি রজ্জাক। তিনি বলেন, “আমাদের জাভেদ মিঁয়াদাদ ছিল, ওদের ছিল সুনীল গাওস্কর। এদের তুলনা করা যায় না। আমাদের দলে ছিল ইনজামাম, ইউসুফ, ইউনিস, শাহিদ আফ্রিদি, ভারতের ছিল দ্রাবিড়, সহবাগ। পাকিস্তান সব সময়ই ভাল ক্রিকেটার দিয়েছে। এই জন্যই ভারত আমাদের বিরুদ্ধে খেলতে চায় না।”

Advertisement

২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এ বারের টি২০ বিশ্বকাপে দুই দলেরই প্রথম ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement