সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি।
সোমবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৭ বলে ১৮ রান করেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল-এ ধোনির ২৫, বা তার বেশি বল খেলা ইনিংসগুলির মধ্যে এটিই মন্থরতম। স্ট্রাইক রেট ৬৬.৬৬।
এখনও পর্যন্ত আইপিএল-এ ধোনির পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
শুধু এই ম্যাচেই নয়, এ বার আইপিএল-এ শুরু থেকে রানের মধ্যে নেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক। এখনও মোট ১০০ রানও করতে পারেননি। ১৩টি ম্যাচ খেলে তাঁর রান ৮৪। একটি ইনিংসেও ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। সর্বোচ্চ রান সোমবারের ১৮। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ১৮ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১০০ পেরোয়নি, ৯৭.৬৭। চার আর ছক্কার সম্মিলিত সংখ্যা ১০-ও পেরোয়নি। চার মেরেছেন ৭টি, ছক্কা ২টি।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ধোনি করেছিলেন ২ বলে ০। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭ বলে ১৮, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮ বলে ১৭, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩ বলে অপরাজিত ২, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫ বলে ৩, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯ বলে অপরাজিত ১১, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ বলে ১, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১১ বলে অপরাজিত ১৪ রান করেন।