PV Sindhu

PV Sindhu: সৈয়দ মোদী ব্যাডমিন্টনের শেষ চারে সিন্ধু, হারালেন সুপানিদাকে

সিন্ধুর জিততে সময় লাগে এক ঘণ্টা পাঁচ মিনিট। শীর্ষ বাছাই সিন্ধুর সামনে শেষ চারে পঞ্চম বাছাই রাশিয়ার ইভজেনিয়া কোসেৎসকায়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২০:৫৯
Share:

শেষ চারে সিন্ধু। ফাইল ছবি

পিছিয়ে পড়েও সুপানিদা কাতেথংকে হারিয়ে সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনের শেষ চারে চলে গেলেন পিভি সিন্ধু।

Advertisement

অলিম্পিক্সে জোড়া পদক জয়ী সিন্ধু ১১-২১, ২১-১২, ২১-১৭ গেমে হারান তাইল্যান্ডের সুপানিদাকে। সিন্ধুর জিততে সময় লাগে এক ঘণ্টা পাঁচ মিনিট। শীর্ষ বাছাই সিন্ধুর সামনে শেষ চারে পঞ্চম বাছাই রাশিয়ার ইভজেনিয়া কোসেৎসকায়া। সুপানিদা ছিলেন ষষ্ঠ বাছাই।

পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয় কোয়ার্টার ফাইনালে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। ফ্রান্সের আর্নদ মেরকেলের কাছে স্ট্রেট গেমে হারেন পঞ্চম বাছাই প্রণয়। ৫৯ মিনিটে মেরকেল ২১-১৯, ২১-১৬ গেমে জিতে যান।

Advertisement

আর এক ভারতীয় মিঠুন মঞ্জুনাথ সেমিফাইনালে উঠেছেন। সিন্ধুর মতোই মিঠুনও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত জেতেন। কোয়ার্টারে তিনি রাশিয়ার সের্গেই সিরান্তকে ১১-২১, ২১-১২, ২১-১৮ গেমে হারান। সিন্ধুর মতো তাঁর ম্যাচও এক ঘণ্টার সামান্য বেশি সময় চলে। শেষ চারে মেরকেলের মুখোমুখি হবেন মিঠুন।

মিক্সড ডাবলসে ভারতীয় জুটি এমআর অর্জুন এবং তৃষা জলি অষ্টম বাছাই ফরাসি জুটি উইলিয়াম ভিলেজার ও অ্যানি ত্রানকে হারান। কোয়ার্টারে ভারতীয় জুটি ৪২ মিনিটে ২৪-২২, ২১-১৭ গেমে জেতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement