সুশীলের লড়াই শেষ ছ’মিনিটেই

আট বছর পরে সুশীল কুমারের কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তনের আয়ু শেষ হল মাত্র ৬ মিনিটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৫৯
Share:

সুশীল কুমার।

বজরং পুনিয়া, রবি দাহিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের দিনই ভারতীয় দলের কুস্তি শিবির বড় ধাক্কা খেল অলিম্পিক্স পদকজয়ী সুশীল কুমার ব্যর্থ হওয়ায়।

Advertisement

আট বছর পরে সুশীল কুমারের কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তনের আয়ু শেষ হল মাত্র ৬ মিনিটে। অথচ শুক্রবার কাজ়াখস্তানের নুরসুলতানে ৭৪ কেজি বিভাগে যাবতীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ়েরবাইজানের খাদজ়িমুরাদ গাদজ়িয়েভের বিরুদ্ধে তিনি ৯-৪ এগিয়ে যান। কিন্তু বিস্ময়কর ভাবে তার পরে টানা সাত পয়েন্ট খুইয়ে ১১-৯ ফলে হেরে তিনি শেষ পর্যন্ত টুর্নামেন্টে থেকেই ছিটকে গেলেন। বজরং, রবিরা ছাড়া ব্যর্থ অন্য সবাই। হাঙ্গেরির দানিয়েল লিগেতির কাছে যেমন ১২৫ কেজি বিভাগে হেরে গেলেন সুমিত মালিকও। হেরেছেন আর এক ভারতীয় কুস্তিগির করণ। ৭০ কেজি বিভাগে তাঁকে ইখিতিয়র নাভরুজ়ভ হারান ৭-০ ফলে। অবশ্য এই ওজন বিভাগটি অলিম্পিক্সে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement