নতুন দায়িত্ব পেলেন জোশী। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি) জাতীয় নির্বাচক পদের জন্য প্রাক্তন ক্রিকেটার সুনীল জোশী ও হরবিন্দর সিংহের নাম প্রস্তাব করল।
এর মধ্যে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান পদে এমএসকে প্রসাদের উত্তরসূরি হিসেবে সুনীল জোশীর নাম প্রস্তাব করল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি।
৪৯ বছর বয়সি সুনীল জোশী ১৫টি টেস্ট, ৬৯ টি ওয়ানডে খেলেছেন। বাঁ-হাতি স্পিনার টেস্ট-একদিনে নিয়েছেন যথাক্রমে ৪১ ও ৬৯ উইকেট। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এক বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন: ফাইনালে বাংলার দুই ওপেনারকে কী করতে হবে? টিপস দিলেন দুই রঞ্জিজয়ী বঙ্গসন্তান
তার মধ্যে একদিনের ক্রিকেটে মাত্র ৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। টেস্ট-একদিনের ক্রিকেটের পাশাপাশি ১৬০ প্রথম শ্রেণির ম্যাচ ও ১৬৩ লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। ২০০০ সালে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। শেষ একদিনের ম্যাচ খেলেন ২০০১ সালে।
আর গগন খোদার জায়গায় নির্বাচকমন্ডলীতে আসা হরবিন্দর সিংহ জাতীয় দলের হয়ে তিনটি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। প্রাক্তন পেসার দুই ফরম্যাটে নিয়েছেন যথাক্রমে ৪ ও ২৪ উইকেট।
আরও পড়ুন: সেমিফাইনালে হার গুজরাতের, রঞ্জি ফাইনালে বাংলার সামনে পূজারার সৌরাষ্ট্র
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে মদন লাল, রুদ্র প্রতাপ সিংহ ও সুলক্ষ্মণা নায়েককে নিয়ে গড়া ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বুধবার মুম্বইয়ে বোর্ডের সদরদফতরে বৈঠকে বসে জাতীয় নির্বাচকদের বেছে নেন। জাতীয় নির্বাচকদের মধ্যে দেবাং গাঁধী, সরনদীপ সিংহ ও যতীন পরাঞ্জপের মেয়াদ রয়েছে এখনও। সুনীল জোশী ও হরবিন্দর সিংহ যোগ দেবেন এই তিন জনের সঙ্গে।