Sunil Gavaskar

জাদু-মুহূর্ত দেখে উচ্ছ্বসিত গাওস্কর

চতুর্থ টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঋষভ পন্থদের অসাধ্য সাধনের সঙ্গে সুনীল গাওস্কর তুলনা করলেন ‘জাদু-মুহূর্তের’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ০৪:৩৮
Share:

মুগ্ধ: অদম্য ভারতীয় দলের লড়াই দেখে গর্বিত গাওস্কর। ফাইল চিত্র।

গ্যাবায় ভারতের অবিশ্বাস্য জয়ে তিনি সম্মোহিত। চতুর্থ টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঋষভ পন্থদের অসাধ্য সাধনের সঙ্গে সুনীল গাওস্কর তুলনা করলেন ‘জাদু-মুহূর্তের’। কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘‘শুধু ম্যাচ বাঁচানোই লক্ষ্য ছিল না।ওরা চেয়েছিল মাঠে নেমে এমন কিছু করতে, যাতে আমরা সবাই গর্বিত হই। সত্যিই কিছু করে দেখাল যুব-ভারত। বুঝিয়ে দিল ওরা ভীরু নয়। আমরা দেখলাম অকল্পনীয় একটা জয়।’’ তাঁর সংযোজন, ‘‘শুরুটা হয়েছিল সকালে শুভমন গিলের অসাধারণ ইনিংস দিয়ে। মাঝখানে অভিজ্ঞ চেতেশ্বর পুজারা বুঝিয়ে দেয় অস্ট্রেলিয়াকে বেরিয়ে যাওয়ার রাস্তাই দেওয়া হবে না। তার পরেই এল সেই ঋষভ। ওকে ব্যাটিং অর্ডারে পাঁচে নম্বরে তুলে দেওয়া হল। আর রাহানে তো এখন আমাদের অপরাজিত অধিনায়ক!’’

Advertisement

সানি এ দিন পুজারার ইনিংস নিয়ে বললেন, ‘‘ওর সম্পর্কে যাই বলি না কেন, সেটা কম বলা হবে। ভারতীয় দলের জন্য ও নিজের শরীরকে পর্যন্ত বলের লাইনে নিয়ে গিয়েছে। বল কখনও গ্লাভসে লেগেছে। কখনও শরীরে বা হেলমেটে। তবু লড়াই ছাড়েনি। ওর উপস্থিতি তরুণ স্ট্রোক প্লেয়ারের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে। ওরা বুঝে গিয়েছিল অন্য দিকে ঠিক উইকেট ধরে রাখবে পুজারা।’’ আরও বলেন, ‘‘দ্বিতীয় নতুন বল নেওয়া পর্যন্ত পুজারা দুর্গ আগলেছে। যা পন্থের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ব্যাট করেছে ওর মতো করে। অবিশ্বাস্য একটা দিন দেখলাম।’’
সফরের শুরু থেকে নানা ধরনের প্রতিকূলতাকে অতিক্রম করে ভারতীয় দলের এই রুদ্ধশ্বাস টেস্ট সিরিজ জয়ের ছবি দেখে প্রশ্ন উঠছে, বিদেশে এটাই ভারতের সব চেয়ে বড় জয় কি না। বিরাট কোহালি টুইট করেন, ‍‘‍‘কী দারুণ জয়! অ্যাডিলেড টেস্টের পরে যাঁরা আমাদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাঁরা সামনে এসে দেখে নিন। জেদ আর সংকল্পে ভর করে সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে গিয়েছে এই দল। টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে। এই ঐতিহাসিক জয় উদযাপন করো।’’

প্রাক্তন অস্ট্রেলীয় তারকা মাইকেল হাসি বলছেন, ‘‍‘এত উত্থান-পতনের পরেও ভারতীয় দল চাপের মুখে শান্ত। সংহতির মন্ত্র গোটা দল জুড়ে। প্রথম টেস্টের পরে এ ভাবেই রাহানে দলকে উদ্বুদ্ধ করেছে। অন্যতম সেরা সিরিজ জয়।’’ সচিন তেন্ডুলকরের টুইট, ‘‍‘আমরা এ বার অস্ট্রেলিয়া ভয়হীন ক্রিকেট খেললেও তা নিয়ন্ত্রণহীন হয়নি। চোট-আঘাতকে অতিক্রম করেছে আত্মবিশ্বাস। প্রতি অর্ধেই এক জন করে নতুন নায়ক পেয়েছি। অন্যতম সেরা সিরিজ জয়।’’ যোগ করেছেন, ‍‘‍‘গোটা বিশ্বে যারা জীবনযুদ্ধে হেরে গিয়েছেন, তাঁরাও ভারতের এই সিরিজ জয় দেখে প্রেরণা পাবেন। একটা দল ৩৬ রানে অলআউট হয়ে হারের পরে দুর্দান্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ফিরেছিল। একটা হারেই জগৎ শেষ হয় না।’’ সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারতীয় দলকে নিয়ে আশাবাদী ছিলেন না। তিনিও টুইট করেন, ‍‘‍‘এটা যদি সর্বকালের সেরা টেস্ট সিরিজ জয় না হয়, তা হলে অন্যতম সেরা হিসেবে চিহ্নিত হবেই। আমার মুখে এ বার ডিম ছুড়ে মারবে সবাই। শুভমন গিল, ঋষভেরা আগামী দিনের তারকা।’’

Advertisement

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট, ‍‘‍‘স্মরণীয় সিরিজ জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এ ভাবে সিরিজ জিতে ফেরা! ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে এই দুরন্ত জয়ের কথা। বোর্ড দলকে ৫ কোটি টাকা বোনাস দেবে।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট, ‍‘‍‘গোটা ভারত আজ ক্রিকেট দলের সাফল্যে আনন্দের শরিক। দুর্দান্ত জয়।’’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, ‍‘‍‘অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। আমরা সবাই গর্বিত।’’ অভিনন্দন জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement