সুনীল গাওস্কর। ছবি-টুইটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পরে ভারতীয় ব্যাটসম্যানদের পাশে দাঁড়ালেন দেশের প্রাক্তন ওপেনার সুনীল গাওস্কর। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার থেকেও অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণকেই কৃতিত্ব দিলেন সানি।
তাঁর কথায়, এই অজি বোলিংয়ের সামনে পড়লে যে কোনও দলই ভেঙে পড়ত। গাওস্কর বলেছেন, “যে কোনও দলই যদি তাদের ইতিহাসে সবথেকে কম রানে অল-আউট হয়ে যায়, তা হলে সেটা দেখতে কখনওই ভাল লাগে না। তবে যে কোনও দলই যদি এই অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলত, তা হলে তারা অল্প রানেই শেষ হয়ে যেত। হয়তো ৩৬ রানে আউট হতো না, ৮০-৯০ রানে আউট হয়ে যেতেই পারত। হ্যাজলউড, কামিন্সরা যে ভাবে বল করেছে এবং শুরুর দিকে স্টার্কের তিন ওভারের স্পেল খেলা সত্যিই কঠিন ছিল।”
সেই কারণে গাওস্কর বলছেন, ভারতীয় ব্যাটসম্যানদের দোষারোপ করা অন্যায় হবে। অস্ট্রেলিয়ান বোলারদের দুরন্ত বোলিংয়ের জন্যই ভারত ভেঙে পড়েছে।