Sunil Chhetri

মেসিকে টপকে কী বলছেন সুনীল? না, বলবেন ১০ বছর পর

আন্তর্জাতিক গোলের নিরিখে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে টপকে গিয়েও নির্বিকার ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১২:৩০
Share:

সুনীল ছেত্রী ফাইল চিত্র

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বাংলাদেশকে ০-২ গোলে হারিয়ে এশিয়ান কাপের আশা জিইয়ে রেখেছে ভারত। ম্যাচে দুটি গোলই করেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক গোলের নিরিখে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে টপকে গিয়েও নির্বিকার ভারত অধিনায়ক। এই পরিসংখ্যান নিয়ে একেবারেই ভাবতে রাজি নন সুনীল।

Advertisement

এআইএফএফ-কে দেওয়া ভিডিয়ো সাক্ষাৎকারে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘‘আমি গোলের সংখ্যা গুনি না। ১০ বছর পর না হয় আমি গোল নিয়ে কথা বলব।’’ বাংলাদেশের বিরুদ্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে ভারত। তা নিয়ে চিন্তিত ভারত অধিনায়ক। সুনীল বলেন, ‘‘আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। কিন্তু তিন পয়েন্ট পেয়েছি আমরা, সেটাই স্বস্তির। আমরা কোনও গোল খাইনি।’’

মঙ্গলবার ভারত খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। কাতারের বিরুদ্ধে হারতে হলেও বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরে আত্মবিশ্বাসী ভারতীয় দল। এই ম্যাচ জিতে তিন নম্বরে থেকে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডে নিজেদের জায়গা পাকা করতে চায় ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement