সুনীল ছেত্রী। ছবি: টুইটার থেকে
অবশেষে করোনামুক্ত হলেন সুনীল ছেত্রী। ১১ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। রবিবার টুইট করে জানালেন করোনামুক্ত তিনি। করোনা আক্রান্ত হওয়ার ফলে ভারতের হয়ে ওমানের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। ফের মাঠে ফিরতে তৈরি হচ্ছেন সুনীল।
টুইট করে সুনীল লেখেন, ‘পরীক্ষায় পাস। মাঠে ফিরতে পারার থেকে আনন্দের কিছু হতে পারে না (খুব মিস করেছি এত দিন)। দ্রুত আরোগ্য কামনা করার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। গুরুত্বপূর্ণ হল সবার সুস্থ থাকা এবং মাস্ক পরে থাকা’।
এই মুহূর্তে যে ফুটবলাররা খেলছেন, ৩৬ বছরের সুনীল তাঁদের মধ্যে গোলদাতা হিসেবে দ্বিতীয় স্থানে। শীর্ষ স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এএফসি কাপে ১৮টি গোল রয়েছে সুনীলের। ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলেন তিনি।