আবার টস হারলেন কোহলী। ছবি পিটিআই
ব্যাট হাতে একের পর এক ভেল্কি দেখালেও টসের মুদ্রা হাতে বিরাট কোহলীর ছন্দে না থাকা অব্যাহত। আরও একবার টসে হারলেন ভারত অধিনায়ক। তিন ম্যাচের একদিনের সিরিজে একটি ম্যাচেও টস জিতে পারলেন না তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ৬টি ম্যাচে টস হারলেন তিনি।
এই সিরিজে ভারত যে ১২টি ম্যাচ (৪টি টেস্ট, ৫টি টি-টোয়েন্টি, ৩টি একদিনের ম্যাচ) খেলেছে, তার মধ্যে মাত্র ২টি ম্যাচে টস জিততে পেরেছেন কোহলী। তিনি শেষ বার টস জিতেছিলেন আমদাবাদে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। এর পরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচেও টস হারেন তিনি।
রবিবার তৃতীয় একদিনের ম্যাচে টস হেরে কোহলী বলেন, ‘‘বরাবরই এটা বলা হয়ে থাকে যে, টস কারও হাতে নেই। আর আমার হাতে তো নেই-ই। এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।’’ পাশাপাশি তিনি এটাও জানিয়ে দেন রবিবার টস জিতলে ইংল্যান্ডের মতো বোলিংই নিতেন।