ইডেনে ক্যামেরা হাতে স্টিভ ওয়।
ইডেন গার্ডেন্সে বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আবার এই মাঠেই ২০০১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের কাছে টেস্ট ম্যাচ হারতে হয়েছিল তাঁর অস্ট্রেলিয়াকে।
ইডেনে আরও একবার পা রেখে স্টিভ ওয় জানালেন, ১৯৮৭ বিশ্বকাপ জেতার মধুর স্মৃতি তিনি মনে রাখতে চান। ভুলে যেতে চান ২০০১ সালে ভারতের কাছে ইডেনে সেই টেস্ট ম্যাচে হার।
১৯৮৭-র বিশ্বকাপ ফাইনালে অ্যালান বর্ডারের ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়া সাত রানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ওয় ছিলেন সেই চ্যাম্পিয়ন দলের সদস্য। পরে নেতৃত্বের ব্যাটন এসে উঠেছিল তাঁর হাতে। অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজ হারতে হয়েছিল স্টিভ ওয়র অস্ট্রেলিয়াকে।
আরও পড়ুন: অবাক হয়ে তাকিয়ে দেখি সচিন আমায় স্লেজ করছে: ম্যাকগ্রা
২০০১ সালের ভারত-অস্ট্রেলিয়া ঐতিহাসিক টেস্ট সিরিজ ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনও টাটকা। মুম্বইয়ে ভারতকে প্রথম টেস্টে হারিয়ে ইডেনে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। ক্রিকেটের নন্দনকাননে ভিভিএস লক্ষ্ণণ ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ ইনিংস খেলেছিলেন। রাহুল দ্রাবিড় ব্যাট হাতে ‘ওয়াল’ হয়ে উঠেছিলেন। হরভজন সিংহ হ্যাটট্রিক করেন। ভারত সেই টেস্ট ম্যাচ ১৭১ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল।
পরে চেন্নাইয়ে সিরিজ জেতে ভারত। সোমবার ইডেনে হঠাৎই হাজির প্রাক্তন অজি অধিনায়ক। তাঁর লেখা বই নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। সেই কারণে ইডেনে আসা তাঁর। ক্যামেরা হাতে ছবি তুলতে দেখা যায় ওয়কে। তিনি বলেন, ‘‘ইডেনে ১৯৮৭ সালে আমরা বিশ্বকাপ জিতেছিলাম। সেই মুহূর্তটা আমার কাছে বড় প্রিয়। ২০০১ সালের স্মৃতি ভুলে যেতে চাই। সে বার দারুণ খেলা হয়েছিল। প্রিয় মাঠে আমি সেঞ্চুরি পেয়েছিলাম। ইডেনে অনেক সুখস্মৃতি রয়েছে।’’
প্রিয় ইডেনে এসে ফেলে আসা দিনের পাতা ওল্টালেন স্টিভ ওয়।
আরও পড়ুন: ভাইয়ের জন্য ইস্টবেঙ্গল সমর্থক হয়ে গিয়েছেন এটিকে-কে চ্যাম্পিয়ন করা দাদা