Cricket

ভারতে টেস্ট সিরিজ জিততে চাই, বললেন স্মিথ

অতীতে ভারত ঘরের মাঠে স্টিভ ওয়-র অপরাজিত দলকে মাটি ধরিয়েছিল। যে দলকে বিশ্বের অন্য প্রান্তে ভয়ঙ্কর দেখায়, সেই দল ভারতে এসে হয়ে যায় নির্বিষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ১৮:১৪
Share:

ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলা কঠিন মানছেন স্মিথ। —ফাইল চিত্র।

স্টিভ স্মিথ মনে করেন, ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজ জেতা খুবই কঠিন ব্যাপার। ভারতে এসে পাঁচ দিনের ফরম্যাট জিততে চান তিনি। নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে কথোপকথনে স্মিথ বলেন, ‘‘ভারতে টেস্ট সিরিজ জিততে চাই আমি।’’

Advertisement

অতীতে ভারত ঘরের মাঠে স্টিভ ওয়-র অপরাজিত দলকে মাটি ধরিয়েছিল। যে দলকে বিশ্বের অন্য প্রান্তে ভয়ঙ্কর দেখায়, সেই দল ভারতে এসে হয়ে যায় নির্বিষ।

স্মিথ বলছেন, ‘‘আমার মনে হয় অস্ট্রেলিয়ান হিসেবে আমাদের কাছে অ্যাশেজ অনেক বড় ব্যাপার। বিশ্বকাপও অনেক বড় ব্যাপার। কিন্তু ভারত এখন বিশ্বের এক নম্বর দল। ভারতে টেস্ট ক্রিকেট খেলা খুবই কঠিন ব্যাপার।’’

Advertisement

আরও পড়ুন: শোয়েবকে খেলা তো খুবই সহজ! কাইফের ছেলের মন্তব্যে পাক তারকা বললেন...

এ রকম কঠিন জায়গায় টেস্ট ম্যাচ জেতার অনুভূতিই অন্য রকমের। সেই কারণে স্মিথ চাইছেন, ভারতে এসে জিততে। স্মিথ আলাদা করে প্রশংসা করেছেন রবীন্দ্র জাদেজার। এই উপমহাদেশের পিচে বাঁ হাতি জাদেজাকে সামলানো খুবই কঠিন বলে মনে করেন অজি তারকা।

আরও পড়ুন: কোহালিকে অভিনব টেনিস চ্যালেঞ্জ জানালেন ফেডেরার

জাদেজাকে সামলানো কঠিন কেন? ব্যাখ্যা করে স্মিথ বলছেন, ‘‘এই উপমহাদেশের পিচে জাদেজাকে খেলা খুব কঠিন। গুড লেন্থ স্পটে বল ফেলে। কোনও বল স্কিড করে আবার কোনও বল স্পিন করে। ধারাবাহিক ভাবে একই লেন্থে বল করে যাওয়া এবং হঠাৎ করে বৈচিত্র আনার জন্যই জাদেজাকে সামলানো খুবই কঠিন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement