স্টিভ স্মিথ

কোহালিদের টপকে দশকের সেরা ক্রিকেটার হয়ে আপ্লুত স্মিথ

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তা পোস্ট করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৭:২০
Share:

পরের দশকেও এ ভাবেই বারবার ব্যাট ওঠাতে চান স্মিথ। ফাইল ছবি

বিরাট কোহালি, কেন উইলিয়ামসনদের টপকে দশকের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি-র এমন সম্মানে খুব খুশি অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তা পোস্ট করেছেন তিনি।

Advertisement

স্মিথ লিখেছেন, ‘‘দশকের সেরা টেস্ট ক্রিকেটার হতে পেরে আপ্লুত। যাঁরা আমার পাশে থেকে কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। এই সময়ে অনেক মজা করেছি, অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক কিছু শিখেছি। পরের দশকে কী অপেক্ষা করে আছে তা দেখার জন্য উত্তেজনায় তর সইছে না।’’

Humbled to be named Test player of the decade. I would like to thank everyone who has supported me throughout my career so far. I’ve had a lot of fun, faced many challenges, learnt so much and now I can’t wait to see what the next decade has in store for me 🏏 🙏 pic.twitter.com/wdWWNynnce

Advertisement

গত এক দশকে ৬৯টি টেস্ট খেলে ৭০৪০ রান করেছেন স্মিথ। ২৬টি শতরান এবং ২৮টি অর্ধশতরান রয়েছে। এর মধ্যে অ্যাশেজে ৩টি দ্বিশতরান রয়েছে।

তবে বিতর্কও সঙ্গী হয়েছে তাঁর। ২০১৮-য় দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বল বিতর্কে অভিযুক্ত হয়েছিলেন তিনি। নির্বাসিত হয়েছিলেন এক বছরের জন্য। হারিয়েছেন অধিনায়কত্বও।

তবে অ্যাশেজে তাঁর দাপট রয়েছে একই রকম। নির্বাসন কাটিয়ে ফিরেই ২০১৯-এর সিরিজে ৭ ইনিংসে ৭৭৪ রান করেন। কনকাশনের জন্য একটি টেস্ট না খেলা সত্ত্বেও অস্ট্রেলিয়ার মোট রানের ৩৫.৫ শতাংশ এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে তিনি অফ ফর্মে।

আরও খবর: অশ্লীল মন্তব্য, বিগ ব্যাশে ১ ম্যাচ নির্বাসিত জাম্পা

আরও খবর: দলে ঢুকলেন নটরাজন, আছেন শার্দূল, তাহলে উমেশের বদলে খেলবেন কে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement