আইপিএল থেকে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন নিমেষেই। খেলা দিয়ে মন জিতে নিয়েছেন সকলের।
মুম্বই ইন্ডিয়ানস-এর ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ফ্ল্যাটের অন্দরসজ্জাও মন জিতে নিতে বাধ্য আপনার।
মুম্বইয়েরই ছেলে সূর্যকুমার। বয়স ৩০ বছর। তাঁর স্ত্রী দাভিশা শেট্টি সব সময়ই তাঁর পাশে থাকেন। সূর্যকুমারের প্রতিটি খেলায় তাঁকে গ্যালারি থেকে অনুপ্রেরণা জুগিয়ে চলেন স্ত্রী।
গত ৫ বছর হল তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই মুম্বইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তাঁরা।
শুধু স্ত্রী নয়, মা, বাবা, বোন-- সকলকে নিয়ে এই ফ্ল্যাটে থাকেন তিনি। তাঁদের পরিবারে আরও এক সদস্য রয়েছে। সবচেয়ে আদরে থাকে এই সদস্যই। নাম পাবলো। সূর্যকুমারের পোষ্য।
এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখেই তাঁর অন্দরমহল সাজানো হয়েছে।
ব্যাটিং করার সময় যতটা সাহসী এবং বাঁধনছাড়া দেখায় তাঁকে, তাঁর অন্দরমহলের দেওয়ালের রঙেও সেই সাহসের ঝলকানি দেখা যায়।
তাঁর প্রতিটি আসবাবপত্রের মধ্যে আধুনিকতার ছাপ যেমন রয়েছে, তেমন রয়েছে স্থায়িত্বের ছাপও।
ফ্ল্যাটে রয়েছে ইলেক্ট্রিক নীল রঙের বিশালাকার এক সোফা। আর রয়েছে সাদা রঙের খাবার টেবিল এবং মানানসই বসার চেয়ার।
সূর্যকুমার সব সময় বাড়ি থাকতে পারেন না। খেলার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয় তাঁকে।
তবে বাড়ি থাকলে বেশির ভাগ সময় ফ্ল্যাটের কোন অংশে কাটান জানেন? এই বারান্দায়। বহুতলের এই খোলামেলা ছোট বারান্দা তাঁকে টানে। এখানে একটি দোলনাও রয়েছে।
ফ্ল্যাটের একটি অংশে রয়েছে ছোটখাটো মন্দির। সপরিবার সেই মন্দিরে রোজ স্নান করে পূজা দেন সূর্যকুমার।