Stefanos Tsitsipas

French Open 2021: জোকোভিচের কীর্তির অর্ধেক করতে পারলেও ধন্য হবেন চিচিপাস

ম্যাচ শেষে কান্নায় ভেঙ্গে পড়লেও প্রতিপক্ষের প্রতি মুগ্ধতা ঝড়ে পড়ছিল তাঁর কথায়

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ০১:০৯
Share:

চিচিপাস ও জোকোভিচ টুইটার

ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারের পর বিশ্বের এক নম্বর টেনিস তারকার কীর্তিতে মুগ্ধ চিচিপাস। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেও প্রতিপক্ষের প্রতি মুগ্ধতা ঝরে পড়ছিল তাঁর কথায়। ম্যাচের পর পঞ্চম বাছাই গ্রিক টেনিস তারকা বলেন, ‘‘এই প্রতিযোগিতায় এত দূর আসতে পেরে আমি খুব খুশি। নোভাক গত কয়েক বছর ধরে আমাদের দেখিয়ে দিয়েছে কেন ও চ্যাম্পিয়ন। আমি বরাবর ওর খেলার ভক্ত। জোকোভিচ যা করে দেখিয়েছে আমি তার অর্ধেক করতে পারলেও নিজেকে ধন্য মনে করব।’’

Advertisement

গ্রিসের টেনিস ভক্তদের ধন্যবাদ জানিয়ে চিচিপাস বলেন, ‘‘আমার খেলা দেখতে যাঁরা এসেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আমার দলের সদস্যদের ধন্যবাদ এতদিন ধরে আমার পাশে এই কঠিন সফরে থাকার জন্য। তাঁরাও অনেক খেটেছেন আমার জন্য।’’

প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা চিচিপাস আরও বলেন, ‘‘পরের বার আরও শক্তিশালী হয়ে ফিরে এসে আরও ভাল খেলতে চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement