Real Madrid

ইপিএলে অঘটনের রাত, হার রিয়ালেরও

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ০৬:০০
Share:

আকর্ষণ: আগুয়েরোর প্রত্যাবর্তন  (ডান-দিকে)। জোড়া গোল এমবাপের।

কার্লো আনচেলোত্তির এভার্টনের সঙ্গে ২-২ ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট নষ্ট করল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। শেষ ম্যাচেই অপ্রত্যাশিত ভাবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ২-৭ হেরেছিলেন মহম্মদ সালাহরা! লিভারপুলের পয়েন্ট নষ্টের দিনে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে।

Advertisement

একটা ঘটনাই শনিবার দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। ১১ মিনিটে গোল করতে মরিয়া লিভারপুলের ডিফেন্ডার ভির্জিল ভান ডাইক উঠে যান বিপক্ষের বক্সে। এভার্টনের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড তাঁর হাঁটুর উপরে ঝাঁপিয়ে পড়লে চোট পান ভান ডাইক। তিনি আর খেলতেও পারেননি!

লিভারপুল ভেবেছিল পেনাল্টি দেওয়া হবে। লাল কার্ড দেখবেন পিকফোর্ডও। কিন্তু দু’টোর কোনওটাই হয়নি কারণ ঘটনার সময় ভান ডাইক অফসাইডে ছিলেন। তা ছাড়া ঘটনার ভিডিয়ো দেখে কোনও নিশ্চিত সিদ্ধান্তেও আসতে পারেননি রেফারি। য়ুর্গেন ক্লপের দলের সেরা ডিফেন্ডারের অনুপস্থিতিতে আট মিনিট পরেই হেডে গোল করেন এভার্টনের মাইকেল কিন।

Advertisement

সদ্য করোনামুক্ত সাদিয়ো মানে শনিবার ম্যাচের তিন মিনিটে গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। পরে কিনের গোলে ১-১ হলেও ৭২ মিনিটে বিপক্ষ ডিফেন্সের ভুলে বল পেয়ে যান মহম্মদ সালাহ। এবং লিভারপুলের হয়ে শততম গোল করেন। কিন্তু ৮১ মিনিটে ডমিনিক কালভার্ট-লিউইন গোল শোধ করেন। খেলার একেবারে শেষ মুহূর্তেও মানের নিচু সেন্টার থেকে জর্ডান হেন্ডারসনের শট ধরতে পারেননি পিকফোর্ড। ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি জানান, মানে অফসাইডে ছিলেন। ক্ষুব্ধ লিভারপুল ম্যানেজার ম্যাচের পরে বলেছেন, ‘‘কেউ আমাকে বুঝিয়ে দিক কেন এটা অফসাইড!’’

নায়ক স্টার্লিং: শনিবার এতিহাদে আর্সেনালকে ১-০ হারাল ম্যাঞ্চেস্টার সিটি। ২৩ মিনিটে গোল করেন রাহিম স্টার্লিং। হাঁটুর চোট সারিয়ে ফিরলেন সের্খিয়ো আগুয়েরো।

চেলসির ড্র: পয়েন্ট নষ্ট করল চেলসিও। তারা সাউদাম্পটনের সঙ্গে ৩-৩ ড্র করল। টিমো ওয়েনার জোড়া গোল করলেও শেষরক্ষা হয়নি। ৫৯ মিনিটে চেলসির তৃতীয় গোলটি করেন খাই হাভার্টজ়। সাউদাম্পটনের তিন গোলদাতা ড্যানি ইঙ্গস, চে অ্যাডামস ও ইয়ানিক ভেস্টারগার্ড।

রিয়ালের হার: লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে অঘটন ঘটাল কাদিস। ম্যাচের ১৬ মিনিটে জয়সূচক গোল করেন আন্তোনি লোসানো। অন্য ম্যাচে আতলেতিকো দে মাদ্রিদ ২-০ হারিয়েছে সেল্টা ভিগোকে।

জয়ী এসি মিলান: সেরি আ-তে মিলান ডার্বিতে শনিবার এসি মিলান ২-১ হারাল ইন্টার মিলানকে। জোড়া গোলে নায়ক জ্লাটান ইব্রাহিমোভিচ। ইন্টার মিলানের গোলদাতা রোমেলু লুকাকু।

দুরন্ত বায়ার্ন: বুন্দেশলিগায় আর্মিনিয়াকে ৪-০ চূর্ণ করল বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন রবার্ট লেয়নডস্কি ও থোমাস মুলার।

এমবাপের জোড়া গোল: ফরাসি লিগে ১০ জনের নিমা-কে ৪-০ হারাল প্যারিস সাঁ জারমাঁ। জোড়া গোল এমবাপের।

ইপিএল

এভার্টন ২ • লিভারপুল ২

লা লিগা

রিয়াল মাদ্রিদ ০ • কাদিস ১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement