South Africa

ডি ককের দাপটে জয় দক্ষিণ আফ্রিকার

টস জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে চার উইকেটে ১৫৮ রান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪২
Share:

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে কুইন্টন ডি কক।—ছবি এএফপি।

দুর্দান্ত প্রত্যাবর্তন। রবিবার পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২ রানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

জয়ের কারিগর অধিনায়ক কুইন্টন ডি কক (৪৭ বলে ৭০) এবং ডান হাতি ফাস্ট বোলার লুনগি এনগিডি (৩-৪১)। প্রথম ম্যাচে হারের পরেই দক্ষিণ আফ্রিকা দলের নতুন কোচ মার্ক বাউচার জানিয়ে দিয়েছিলেন, খেলতে না পারলে বেরিয়ে যাওয়ার দরজা খোলাই রয়েছে। সেই বার্তাই যেন তাতিয়ে দিয়েছিল দলকে।

টস জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে চার উইকেটে ১৫৮ রান। অধিনায়কোচিত মেজাজে ডি কক উপহার দেন ৭০ রানের ঝোড়ো ইনিংস। মারেন পাঁচটি চার এবং চারটি ছয়। তবে মাঝের সারি সেই গতি ধরে রাখতে পারেনি। হেনড্রিক্স (১৪), ডুপ্লেসি (১৫) দ্রুত ফেরেন। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন ফান ডার ডুঁসো (২৬ বলে ৩৭)।

Advertisement

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে রান না পেলেও এ দিন ডেভিড ওয়ার্নার খেলেন ৫৬ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস। স্টিভ স্মিথও (২৬ বলে ২৯) ছিলেন সাবলীল। ১৫ ওভার পর্যন্ত মনে হচ্ছিল অস্ট্রেলিয়াই ম্যাচ বার করে নিয়ে যাবে। কিন্তু এনগিডির পাল্টা আক্রমণের মুখে দাঁড়াতে পারেননি মিচেল মার্শরা। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১৪৬-৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement