সিএবি-তে নির্বাচন দেখছেন বিরোধীরা

সিএবি-তে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি শেষ পর্যন্ত ভোট-পরীক্ষার সামনে পড়তেই হবে? শুক্রবার ইডেনে বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত কর্তারা সে রকমই ইঙ্গিত দিচ্ছেন। অনেকেই বলছেন, এখন যা পরিস্থিতি, তাতে জুলাইয়ের শেষে সিএবি-তে নির্বাচনী যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০৩:৪৮
Share:

সিএবি-তে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি শেষ পর্যন্ত ভোট-পরীক্ষার সামনে পড়তেই হবে? শুক্রবার ইডেনে বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত কর্তারা সে রকমই ইঙ্গিত দিচ্ছেন। অনেকেই বলছেন, এখন যা পরিস্থিতি, তাতে জুলাইয়ের শেষে সিএবি-তে নির্বাচনী যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

Advertisement

চলতি মাসের শেষে বার্ষিক সভা। তারিখ ঘোষণা হবে সম্ভবত ৯ জুলাই। ওয়ার্কিং কমিটির সভায়। এই বার্ষিক সভায় প্রশাসনিক পালাবদলের সম্ভাবনা নিয়ে সরগরম সিএবি-তে অনেকে এখন তাকিয়ে বিচারপতি লোঢা কমিটির সুপারিশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে। ক্রিকেট প্রশাসনে টানা আট বছরের বেশি কেউ শীর্ষপদে থাকতে পারবেন না, এই সুপারিশ কার্যকর হলে সিএবি-তে বিরোধী গোষ্ঠির অনেকেই হয়তো লড়াই থেকে ছিটকে যাবেন। কিন্তু বিরোধী নেতাদের পাল্টা যুক্তি, আদালত এই সুপারিশ কার্যকর করার নির্দেশ দিলেও তার জন্য হয়তো অন্তত বছর দুয়েক সময় দেবে। তত দিন পুরনো নিয়মেই চলবে সিএবি। এক বিরোধী কর্তার দাবি, নির্বাচনের ঘুঁটি সাজানো যেমন চলছে, তেমনই চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement