Sourav Ganguly

ইডেনে মুস্তাক আলি ট্রফির প্রস্তুতি দেখতে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়

আগামী ১০ জানুয়ারি থেকে মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট মরশুম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২৩:৫০
Share:

ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি সৌজন্যে টুইটার।

বুধবার ইডেন গার্ডেনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ইডেন কীভাবে প্রস্তুত হচ্ছে, সেটা খতিয়ে দেখেন।

Advertisement

বুধবার বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে দেখা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ। তাঁদের কাছে জানতে চান, মুস্তাক আলি ট্রফির ম্যাচ আয়োজনের জন্য কীভাবে তৈরি হচ্ছে সিএবি।

আগামী ১০ জানুয়ারি থেকে মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট মরশুম। বাংলার গ্রুপের সব ম্যাচ হবে কলকাতায়। বায়ো বাবল পরিবেশে সব ম্যাচ আয়োজন করতে হবে। এইসব নিয়েই সৌরভ আলোচনা করেন সিএবি কর্তাদের সঙ্গে।

Advertisement

ঘরোয়া ক্রিকেট মরশুমে মুস্তাক আলি ট্রফি ছাড়া এবার আদৌ আর কোনও প্রতিযোগিতা হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই বছর রঞ্জি ট্রফির ভবিষ্যতও অনিশ্চিত।

আরও পড়ুন: রবীন্দ্র জাডেজাকে মেলবোর্নে খেলানোর মাস্টারস্ট্রোক ছিল কোচ রবি শাস্ত্রীর

আরও পড়ুন: এমসিজি-র অনার বোর্ডে ফের নাম উঠল রাহানের, এই নিয়ে দ্বিতীয়বার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement