—ফাইল চিত্র।
হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল বুধবার। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। আরও এক দিন হাসপাতালে কাটিয়ে আজ, বৃহস্পতিবার বাড়ি ফিরবেন তিনি।
এ দিকে, বুধবারই সৌরভের রাজনীতিতে যোগদান ঘিরে জল্পনায় নতুন মাত্রা জুড়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন। তিনি বলেন, ‘‘আমাদের দরজা সব সময় খোলা। সৌরভ দলে এলে আমরা পালক-পাগড়ি দিয়ে তাঁকে স্বাগত জানাব।’’
মঙ্গলবার রাতেই আলিপুরের হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, বুধবার সকাল সাড়ে ন’টার পরে ছুটি দেওয়া হবে সৌরভকে। ফলে এ দিন সকাল থেকেই হাসপাতালের বাইরে উপচে পড়েছিল সৌরভ-ভক্তদের ভিড়। কারও হাতে ফুলের তোড়া, কারও হাতে পোস্টার। তাতে লেখা, ‘‘সুস্থ হয়ে এগিয়ে চলো বাংলা ও দেশের গর্ব সৌরভ।’’ হাসপাতালের প্রবেশদ্বারে সাউন্ডবক্সও লাগিয়ে দেওয়া হয়েছিল, বাড়ি যাওয়ার আগে সৌরভ কী বলেন তা সবাই যাতে শুনতে পান, সে জন্য। সকাল ১০টার মধ্যেই হাসপাতালে চলে আসেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। কিন্তু সকাল ১১টার কিছু পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেন, ‘‘হাসপাতালে আরও এক দিন থাকতে চেয়েছেন সৌরভ। বৃহস্পতিবার ছুটি হবে তাঁর।’’
হাসপাতাল থেকে বেরোনোর পথে সৌরভ-কন্যা সানা। বুধবার। ছবি: সুদীপ্ত ভৌমিক
প্রশ্ন ওঠে, তা হলে কি সৌরভ এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি?
হৃদ্রোগে আক্রান্ত সৌরভের হৃদ্যন্ত্রের ধমনীতে ইতিমধ্যেই একটি স্টেন্ট বসেছে। আরও দু’টি স্টেন্ট বসার কথা। যদিও তা এখনই না-বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞেরা। তবে সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে এখন যে কোনও উদ্বেগ নেই, মঙ্গলবারই সে কথা জানিয়ে দিয়েছেন তাঁরা। এ দিন সৌরভের বাড়ি ফেরা স্থগিত হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিন প্রকাশ করে জানান, তাঁর রুটিন ইসিজি রিপোর্ট ঠিক আছে। রক্তচাপ, নাড়ির স্পন্দনও নিয়ন্ত্রিত। খাওয়া-ঘুম সবই ঠিকঠাক হয়েছে। দু’সপ্তাহ পরে ফের তাঁকে হাসপাতালে আসতে হবে। তখন তাঁকে পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।
আরও খবর: গোয়ার বিরুদ্ধে ৪ জনকে কাটিয়ে বিশ্বমানের গোল ব্রাইটের
এই বিবৃতিতে স্বস্তি ফেরে সৌরভের অনুরাগী মহলে। বিকেলে সৌরভকে দেখতে হাসপাতালে আসা বিধায়ক বৈশালী ডালমিয়াও বলেন, ‘‘দাদাকে দেখে আজ খুব ইতিবাচক লাগল। অনেক তরতাজা ছিল আজ। কথাও হয়েছে কিছু ক্ষণ।’’
আরও খবর: একটাও কভার ড্রাইভ না মেরে সচিনের অপরাজিত ২৪১, আজও মুগ্ধ স্টিভ ওয়
তবে এ দিনই সম্পূর্ণ অন্য প্রসঙ্গে সৌরভকে ঘিরে জল্পনা বাড়ান অরবিন্দ মেনন। বিসিসিআই প্রেসিডেন্টের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরেই। সৌরভের অসুস্থতার পরে বিভিন্ন মহল থেকে তাঁর উপরে এ নিয়ে ‘চাপ’ সৃষ্টির কথাও বলা হচ্ছে। যদিও এ ব্যাপারে কোনও তথ্যপ্রমাণ বা সৌরভের তরফে কোনও অভিযোগও নেই।
এই অবস্থায় বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে বিজেপির ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে সাংবাদিকেরা অরবিন্দকে প্রশ্ন করেন, সৌরভের অসুস্থতার পিছনে বিজেপির চাপের কথা শোনা যাচ্ছে কেন? অরবিন্দের জবাব, ‘‘কোনও চাপ নেই। বিজেপিতে সবাইকে স্বাগত।’’ এর পরেই তাঁর সংযোজন, ‘‘সৌরভ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। বাংলার বাঘ। যেখানে থাকবেন, গর্জন করবেন।’’