Cricket

‘ধোনির থেকে ম্যাচ উইনার বেশি তৈরি করেছে সৌরভ’, বললেন গম্ভীর

অপেক্ষাকৃত তরুণ একটা দলকে নিজের হাতে তৈরি করেছিলেন সৌরভ। হরভজন সিংহ, যুবরাজ সিংহ, জাহির খান, বীরেন্দ্র সহবাগের মতো ম্যাচ উইনারদের তুলে ধরেছিলেন। ধোনির শুরুও সৌরভের সময়েই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৭:৫৮
Share:

ধোনি ও সৌরভ। দুই প্রাক্তন অধিনায়ককে নিয়ে এখনও চলে তুলনা। —ফাইল চিত্র।

নেতৃত্বে থাকার সময়ে বেশি ম্যাচ উইনার তৈরি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। এমনই দাবি করেছেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

Advertisement

তাঁর মতে, নেতৃত্ব ছেড়ে দেওয়ার সময়ে রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো ম্যাচ উইনারদের বিরাট কোহালির হাতে দিয়ে গিয়েছেন ধোনি। কোহালির উত্থান ধোনির নেতৃত্বের সময়তেই। এখন কোহালি-রোহিত-বুমরাই ভারতকে ম্যাচ জেতাচ্ছেন।

সৌরভের কৃতিত্ব অনেক বেশি বলে মনে করেন গম্ভীর। অপেক্ষাকৃত তরুণ একটা দলকে নিজের হাতে তৈরি করেছিলেন মহারাজ। হরভজন সিংহ, যুবরাজ সিংহ, জাহির খান, বীরেন্দ্র সহবাগের মতো ম্যাচ উইনারদের তুলে ধরেছিলেন। ধোনির শুরুও সৌরভের সময়েই।

Advertisement

আরও পড়ুন: টসে যেতে কেন দেরি করতেন সৌরভ? পাঠান জানালেন আসল কারণ

গম্ভীর বলছেন, ‘‘ধোনি যখন নেতৃত্ব ছেড়ে দিল, তখন যথেষ্ট সংখ্যক কোয়ালিটি প্লেয়ার বিরাটের হাতে তুলে দিতে পারেনি। অন্য দিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় যুবরাজ সিংহ, জাহির খান, বীরেন্দ্র সহবাগদের মতো ম্যাচ উইনারদের তৈরি করে দিয়ে গিয়েছে।’’

এর আগেও একাধিক বার ক্যাপ্টেন ধোনির বিরুদ্ধে মুখ খুলেছিলেন গম্ভীর। দিনকয়েক আগেই বলেছিলেন, ধোনি ভাগ্যবান ক্যাপ্টেন। এ বার বললেন, যথেষ্ট সংখ্যক ম্যাচ উইনার দিয়ে যেতে পারেননি ধোনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement