স্মৃতিচারণ: ১৯৯৬ সালে লর্ডসে অভিষেকে সৌরভের সেঞ্চুরির সেই ঐতিহাসিক মুহূর্ত। ফাইল চিত্র
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন বলে দিলেন, ভারতীয় ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি অনুষ্ঠানে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মন্তব্য, ‘‘সৌরভই ভারতকে একটা দারুণ লড়াকু দলে পরিণত করেছিল। ওর সময়ই দলটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। অধিনায়ক সৌরভের ভারতের বিরুদ্ধে নামলে মনে হত যেন যুদ্ধ করতে নেমেছি। ছেড়ে কথা বলত না ওর সেই ভারতীয় টিম। এই কারণে ওকে আমি অসম্ভব শ্রদ্ধা করি।’’
একই অনুষ্ঠানে নাসের জানান, অস্ট্রেলিয়া সফরেও টেস্টে রোহিত শর্মাকে ওপেনারের ভূমিকায় দেখতে চান তিনি। বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা টেস্টে ওপেন না করলে আমি অন্য কোনও খেলা দেখব। যদি অন্য ক্রিকেটারদের প্রশ্ন করেন যে কে তাদের প্রিয়, তা হলেও দেখবেন অনেকেই রোহিত শর্মার নামটা বলবে।’’ নাসের যোগ করেছেন, ‘‘রোহিতের খেলা দেখে অন্যরা ভাবে, শট নেওয়ার জন্য এত সময় কী ভাবে পায়! টেস্টে উপরের দিকে ব্যাট করতে হলে সময় নির্বাচন আর টেকনিক— দু’টোই খুব জরুরি। নিজের অফস্টাম্প আড়াল করে ব্যাট করতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসনকে খেলার সময় বিরাট যেটা করেছিল।’’ যোগ করছেন, ‘‘বিদেশের মাঠে খেলার সময় রোহিতকে প্রথম আধ ঘণ্টা উইকেটে থাকার কৌশল রপ্ত করতে হবে। শুরুর দিকটা বোলারদের ও বলুক, তোমরা যা পারো করো, আমি ফাঁদে পা দেব না। তার পরে রাশটা নিজের হাতে নেব।’’ এ দিকে প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, ভারতীয় দলে একাধিক অধিনায়কের প্রয়োজন নেই। একটি ক্রিকেট ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে আমাদের দলে রয়েছে বিরাট কোহালি। যে তিন ধরনের ক্রিকেটই দারুণ খেলে। তাই ভারতের এক জন অধিনায়কই যথেষ্ট।’’
শনিবার সৌরভের টেস্ট অভিষেকের ২৪ বছর। ২০ জুন লর্ডসে শুরু হয়েছিল এই টেস্ট। অভিষেক টেস্টের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৌরভ। সঙ্গে লেখেন, ‘‘এ দিনই অভিষেক করেছিলাম। জীবনের সেরা মুহূর্ত।’’