বোর্ডের সদরদফতরে সৌরভ। সোমবার দুপুরে মুম্বইয়ে। ছবি: রয়টার্স।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতরে প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
এদিন দুপুরে সৌরভ যখন আরব সাগরের তীরে বোর্ডের সদরদফতরে আসেন তখন তাঁর সঙ্গেই ছিলেন শ্রীনিবাসন, রাজীব শুক্ল, নিরঞ্জন শাহের মতো বোর্ডকর্তারা। সেখানে অপেক্ষায় ছিলেন প্রচারমাধ্যমের প্রতিনিধিরা। ঠেলাঠেলির মধ্যে দিয়েই ভিতরে ঢুকে পড়েন সৌরভ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় প্রচারমাধ্যমের মুখোমুখিও হন তিনি।
শনিবার রাতে নাটকীয় ভাবে বোর্ডের বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিরা ভাবী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন সৌরভকে। প্রাথমিক ভাবে ব্রিজেশ প্যাটেলের নামই এই পদে শোনা গিয়েছিল। কিন্তু আচমকা পটপরিবর্তনে বাজিমাত করেন সৌরভ। রাতেই মনোনয়নপত্রে সই করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছিলেন সিএবি-র সচিব অভিষেক ডালমিয়া। প্রাক্তন জাতীয় অধিনায়ক প্রেসিডেন্ট পদে থাকবেন ১০ মাস। তারপর অবশ্য তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে তাঁকে।
আরও পড়ুন: বিজেপির হয়ে প্রচারের শর্তেই কি বোর্ড প্রেসিডেন্ট? সৌরভ বললেন...
আরও পড়ুন: ‘দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকলাম’, সৌরভকে শুভেচ্ছা-টুইট মুখ্যমন্ত্রীর