Ranji Trophy

শেল্ডনের দুরন্ত সেঞ্চুরিতে চালকের আসনে সৌরাষ্ট্র

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৫:০৭
Share:

আবেদন: ডিআরএস চাইছেন উনাদকাট। রবিবার রাজকোটে। টুইটার

রঞ্জি ট্রফির অন্য সেমিফাইনালে গুজরাতের বিরুদ্ধে চালকের আসনে রয়েছে সৌরাষ্ট্র। রাজকোটে প্রথম ইনিংসে করা সৌরাষ্ট্রের ৩০৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে গুজরাতের রান ১১৯-৬। তাদের হাতে রয়েছে চার উইকেট। সৌরাষ্ট্র এগিয়ে ১৮৫ রানে। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন গুজরাতের রুজুল ভাট (অপরাজিত ১৬) ও অক্ষর পটেল (অপরাজিত ৭)।

Advertisement

প্রথম দিনে করা পাঁচ উইকেটে ২১৭ রান নিয়ে এ দিন খেলতে নেমেছিল সৌরাষ্ট্র। শেল্ডন জ্যাকসন অপরাজিত ছিলেন ৬৯ রানে। অন্য প্রান্তের অপরাজিত ব্যাটম্যান ছিলেন চিরাগ জানি (অপরাজিত ১৬)।

সেই চাপ কাটিয়ে শেল্ডন শুরু থেকেই নিজের ছন্দে ব্যাট করে পূর্ণ করেন শতরান। তবে ভাগ্য ভাল থাকায় ব্যক্তিগত ৮২ রানের মাথায় শেল্ডনের ক্যাচ ফেলেন গুজরাত উইকেটকিপার পার্থিব পটেল। বোলার ছিলেন আরজ়ান নাগশওয়ালা।

Advertisement

চিরাগ জানি বড় রান পাননি। রুশ কালারিয়ার বলে তিনি আউট হন ২৯ রানে। দলের ২৬৬ রানে শেল্ডন সেই কালারিয়ার বলেই ১০৩ রান করে ফেরেন কটবিহাইন্ড হয়ে। এ বার তাঁর ক্যাচ ধরতে কোনও ভুল করেননি পার্থিব। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি শেল্ডনের ১৯তম শতরান। চলতি মরসুমে তৃতীয়। মধ্যাহ্নভোজের পরে দ্রুতই সৌরাষ্ট্র ইনিংস শেষ হয় ৩০৪ রানে। সাত রানে তিন উইকেটের পতন হয় তাদের। গুজরাতের হয়ে ৭৯ রানে দু’উইকেট নেন কালারিয়া। ৮১ রানে পাঁচ উইকেট নেন আরজ়ান নাগশওয়ালা। ৫৬ রানে তিন উইকেট নেন অক্ষর পটেল।

জবাবে শুরু থেকেই সৌরাষ্ট্র বোলারদের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গুজরাত। মাত্র এক রান করেই ফেরেন দুই ওপেনার। চেতন সাকারিয়া (১-২৮) ও জয়দেব উনাদকাটের (২-৪২) বলে দ্রুত আউট হন সমিত গোহেল (১) ও প্রিয়ঙ্ক পাঞ্চাল (০)। ২১ ওভারের মধ্যেই ৫৮ রানে চার উইকেট চলে যাওয়ায় আরও চাপ বাড়ে গুজরাতের। কারণ গুজরাতের প্রথম সারির ব্যাটসম্যানেরা কেউই বড় রান পাননি। ধ্রুব রাভাল করেন ৩৫। অধিনায়ক পার্থিব করেন ২৭।

সৌরাষ্ট্রের হয়ে ১০ রানে ২ উইকেট নেন ধর্মেন্দ্রসিংহ জাডেজা। এ দিন জাডেজার বল গুজরাতের চিরাগ গাঁধীর ব্যাটের ভিতরের দিকে বল লেগেছিল। তার পরে সেই বল চিরাগের থাই প্যাডে লেগে ক্যাচ যায় শর্ট লেগ ফিল্ডারের দিকে। আম্পায়ার এস রবি আউট দেননি। কিন্তু সৌরাষ্ট্র ডিআরএস নেওয়ায় আউট হন চিরাগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement