মিডিয়ার মুখোমুখি হতাশ মিসবা। ফাইল ছবি।
অনভিজ্ঞ শ্রীলঙ্কা দলের কাছেই টি-টোয়েন্টি সিরিজে ০-৩ হারতে হয়েছে পাকিস্তানকে। আর সেটাই মানতে পারছেন না পাকিস্তানের প্রধান কোচ মিসবা-উল-হক। শুধু কোচ নন, তিনি পাকিস্তানের প্রধান নির্বাচকের পদেও রয়েছেন। তাঁর মতে, এই সিরিজ দেশের ক্রিকেট সিস্টেমের ব্যাপারে চোখ খুলে দিয়েছে সবার।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবার মতে,‘‘আমাদের সবার কাছেই এই সিরিজ বাস্তব সম্পর্কে চোখ খুলে দিয়েছে। এই ক্রিকেটাররাই তো বেশ কিছুদিন ধরে খেলছে একসঙ্গে। মোটামুটি এই ক্রিকেটাররাই আমাদের এক নম্বরে তুলে এনেছিল। তিন থেকে চার বছর টানা খেলছেও এরা। কিন্তু এই সিরিজের ফলাফল আমাদের সিস্টেম সম্পর্কে সত্যিটা বের করে এনেছে। এমন দলের কাছে আমরা হেরেছি যাদের কিনা প্রধান ক্রিকেটাররাই আসেনি। এরপরে আর নিজেদের কী করে এক নম্বর ভাবব।’’
মিসবার মতে, তিন বিভাগে শ্রীলঙ্কার সঙ্গে টক্কর দিতে পারেনি পাকিস্তান। মিসবা বলেছেন, ‘‘আমরা সব বিভাগেই জঘন্য খেলেছি। শ্রীলঙ্কা তিন বিভাগেই টেক্কা দিয়েছে আমাদের।’’
আরও পড়ুন: ময়াঙ্কের ফের সেঞ্চুরি, পুণেয় প্রথম দিনের শেষে তিন উইকেটে ২৭৩ ভারতের
আরও পড়ুন: রবি শাস্ত্রী, জাস্টিন ল্যাঙ্গার থেকে লালচাঁদ রাজপুত, ক্রিকেট কোচেদের বেতন চোখ কপালে তুলবে
তরুণ লেগস্পিনার শাদাব খানের সাদামাটা পারফরম্যান্স নিয়ে মিডিয়ার সামনে মিসবা বলেছেন, ‘‘সমস্যা হল, শাদাবের পরিবর্তে খেলানোর মতো কোনও রিস্টস্পিনার আছে কি না, সেটা আপনারাই বলুন। এমন কোনও রিস্টস্পিনার আছে কি যে পারফরম্যান্স করার পরও আমরা দলে নিইনি।’’ এই পরাজয়ের দায় প্রয়োজনে নিজের উপরে নিতে আপত্তি নেই মিসবার। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন,‘‘আপনারা যদি আমাকে দায়ী করতে চান, করতেই পারেন। তবে সবে ১০ দিন হল আমি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছি।’’