World Chess Championship

ঝুঁকি নিয়েও জয় অধরা গুকেশের, দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ ম্যাচও ড্র

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও একটি ম্যাচ ড্র হল। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঝুঁকি নিয়েছিলেন ডি গুকেশ। ড্রয়ের সুযোগ থাকলেও নেননি তিনি। তার পরেও জিততে পারলেন না ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ২০:০৮
Share:

চাল দেওয়ার আগে ভাবছেন ডু গুকেশ। রবিবার দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে। ছবি: পিটিআই।

ঝুঁকি নিয়েছিলেন ডি গুকেশ। দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ২৬ চালের পর গুকেশকে ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়েন ডিং লিরেন। কিন্তু চিনের দাবাড়ুর প্রস্তাব মানেননি গুকেশ। হারের আশঙ্কা থাকলেও তিনি খেলা চালিয়ে যান। একটা সময় কিছুটা এগিয়েও গিয়েছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ৪৬ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই দাবাড়ু। ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপে ষষ্ঠ রাউন্ডের পর দু’জনেরই পয়েন্ট ৩। সেয়ানে সেয়ানে লড়াই চলছে।

Advertisement

এই ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলেন লিরেন। লন্ডন সিস্টেমে শুরু করেন তিনি। প্রথম থেকে দ্রুত চাল দিচ্ছিলেন লিরেন। অন্য দিকে গুকেশ অনেক ভেবে চাল দিচ্ছিলেন। প্রথম ২০টি চালের জন্য সাত মিনিট নেন লিরেন। গুকেশ প্রথম ২০টি চাল দিতে সময় নেন ৫৩ মিনিট। সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছিল গুকেশের। কিন্তু তাড়াহুড়ো করেননি তিনি।

বোর্ডে অনেক সময় চোখ বন্ধ করে ধ্যান করতে দেখা গিয়েছে গুকেশকে। তিনি যখন সময় নিচ্ছিলেন তখন লিরেনকে দেখা যায় বোর্ড ছেড়ে উঠে যেতে। তাঁর জন্য বরাদ্দ ঘরে বসে কলা খান তিনি। সেখানে বসেই পরের চালের পরিকল্পনা করেন। যদিও ২১তম চাল দেওয়ার আগে সমস্যায় পড়েন লিরেন। প্রায় ৩০ মিনিট নেন তিনি। গুকেশ শুরুতে সময়ে পিছিয়ে পড়লেও লিরেন সময় নেওয়ায় তা প্রায় সমান হয়ে যায়।

Advertisement

২৬তম চালে গুকেশকে ইশারায় ড্রয়ের প্রস্তাব দেন লিরেন। তিনি তিন বার একই চাল দেন। গুকেশও যদি তাই করতেন তা হলেই ফিডে-র নিয়মে খেলা ড্র হয়ে যেত। কিন্তু গুকেশ তৃতীয় চাল আলাদা করেন। পিছিয়ে থেকেও গুকেশের সেই চাল দেখে অবাক হয়ে যান লিরেন। প্রতিপক্ষের দিকে কিছু ক্ষণ তাকিয়ে থাকেন তিনি।

প্রথম ৪০টি চালের মধ্যে গুকেশকে তাঁর শেষ ১০টি চাল দিতে হত ২৪ মিনিটের মধ্যে। তার পর থেকে আরও ৩০ মিনিটের খেলা শুরু হত। ৩৪ ও ৩৬তম চালে ভুল করে ফেলেন লিরেন। ফলে গুকেশের সামনে একটা সুযোগ তৈরি হয়। কিন্তু সময় কম থাকায় দ্রুত চাল দিতে হত তাঁকে। বেশি ভাবার সময় পাননি ভারতীয় দাবাড়ু। শেষ পর্যন্ত ৪৬ চালের পর দু’জনেই বুঝে যান আর জেতা সম্ভব নয়। ড্রয়েই সন্তুষ্ট থাকেন তাঁরা।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাধারণত ১৪ রাউন্ডের ক্লাসিক্যাল খেলা হয়। জিততে গেলে অন্তত ৭.৫ পয়েন্ট পেতে হবে। যদি ১৪ রাউন্ডের আগেই কেউ ৭.৫ পয়েন্ট পেয়ে যান তা হলে সেখানেই খেলা শেষ হয়ে যাবে। আর ১৪ রাউন্ডের পর দুই প্রতিযোগীই যদি ৭ পয়েন্ট করে পান তা হলে টাইব্রেকার শুরু হবে। সেখানে র‌্যাপিড ও ব্লিৎজ় খেলা হবে। আপাতত দুই প্রতিযোগীই ৩ পয়েন্ট করে পেয়েছেন। আরও অন্তত আটটি রাউন্ড বাকি। সোমবার বিশ্রাম। মঙ্গলবার সপ্তম রাউন্ডের ম্যাচে নামবেন গুকেশ ও লিরেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement