BGT 2024-25

ভারতের প্রস্তুতি ম্যাচেও উত্তপ্ত পরিস্থিতি, মাঠেই যশস্বীর সঙ্গে লেগে গেল অসি ক্রিকেটারের

প্রস্তুতি ম্যাচ চলাকালীনও মাঠে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলার সময় অস্ট্রেলিয়ার পেসারের সঙ্গে কথা কাটাকাটি হল ভারতের যশস্বী জয়সওয়ালের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১
Share:

প্রস্তুতি ম্যাচে মারমুখী মেজাজে যশস্বী জয়সওয়াল। ছবি: এএফপি।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের খেলতে যাওয়া মানেই ব্যাট-বলের যুদ্ধের পাশে আরও একটি যুদ্ধ দেখা যায়। কথার যুদ্ধ। সিরিজ় শুরুর আগেই তা শুরু হয়ে যায়। খেলা চলাকালীন তা আরও বাড়ে। এ বারও তা দেখা যাচ্ছে। প্রস্তুতি ম্যাচ চলাকালীন মাঠে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলার সময় অস্ট্রেলিয়ার পেসারের সঙ্গে কথা কাটাকাটি হল ভারতের যশস্বী জয়সওয়ালের।

Advertisement

রবিবার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। আগামী শুক্রবার, ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু দিন-রাতের টেস্ট। তার আগে গোলাপি বলে অনুশীলনের জন্য এই ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ভারতের হয়ে ওপেনিং করতে নামেন যশস্বী। প্রথম দিকে অস্ট্রেলিয়ার জ্যাক নিসবেটের বল খেলতে সমস্যা হচ্ছিল তাঁর। প্রথম স্পেলে যশস্বীকে সমস্যায় ফেলেন তিনি।

জ্যাকের কয়েকটি বল যশস্বীর ব্যাটের কানায় লেগে স্লিপের উপর দিয়ে চলে যায়। আর একটু হলেই আউট হতেন তিনি। জ্যাকের একটি বাউন্সার সামলাতে সমস্যায় পড়েন যশস্বী। বল তাঁর গ্লাভসে লাগে। তখনই দেখা যায় জ্যাক এগিয়ে গিয়ে যশস্বীকে কিছু বলছেন। যশস্বীও পাল্টা দেন। তিনি জ্যাককে গিয়ে বল করতে বলেন। শুধু মুখেই জবাব দেননি যশস্বী। পরে সেই ওভারের কয়েকটি চারও মারেন তিনি। শেষ পর্যন্ত ৫৯ বলে ৪৫ রান করে চার্লি অ্যান্ডারসনের বলে আউট হন যশস্বী।

Advertisement

প্রস্তুতি ম্যাচ প্রথমে দু’দিনের ছিল। কিন্তু শনিবার বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ায় রবিবার এক দিনের ফরম্যাটে খেলা হয়। প্রথমে ব্যাট করে ২৪০ রানে অল আউট হয়ে যায় প্রধানমন্ত্রী একাদশ। স্যাম কনস্টাস ১০৭ রান করেন। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হর্ষিত রানা। ৪টি উইকেট নেন তিনি। এই ম্যাচে বল করেননি যশপ্রীত বুমরা।

পরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত। যশস্বী ছাড়াও রান পেয়েছেন শুভমন গিল (৫০), নীতীশ রেড্ডি (৪২) ও ওয়াশিংটন সুন্দর (৪২)। প্রথম টেস্টে খেলেননি রোহিত শর্মা। অস্ট্রেলিয়া গিয়ে প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন তিনি। কিন্তু মাত্র ৩ রান করে আউট হয়েছে ভারত অধিনায়ক। ব্যাট করেননি বিরাট কোহলি। বুমরা ও কোহলি হোটেলেই ছিলেন। প্রস্তুতি ম্যাচ খেলতে যাননি ভারতের দুই ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement